মোঃ আনিসুর রহমানঃ আগামীকাল রবিবার (১১ জুন) সকাল ৬টায় শিরোপা লড়াইয়ে সেলেসাওদের বিপক্ষে মাঠে নামবে ১৪ বারের শিরোপাজয়ী আলবিসেলেস্তারা। ফাইনালে শিরোপার পাশাপাশি দু’দলের জন্য থাকছে বড় অঙ্কের অর্থ বরাদ্দ।
ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ দিয়ে পর্দায় নামতে যাচ্ছে কোপা আমেরিকার এবারের আসর। করোনার প্রকোপের মাঝেও সফলভাবে টুর্নামেন্টটি আয়োজন করেছে স্বাগতিক দেশ ব্রাজিল।
কোপার এই আসরে শিরোপাজয়ী দল পাবে এক কোটি মার্কিন ডলার ( বাংলাদেশি মুদ্রায় যা ৮৪ কোটি ৭৩ লাখ টাকা)। যা গত আসরের তুলনায় ২৫ লাখ ডলার বেশি।
এ ছাড়া হেরে যাওয়া দল পাবে ৫০ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় যা ৪২ কোটি টাকা)। এ প্রাইজমানি মূলত কলম্বিয়া ও আর্জেন্টিনায় যৌথভাবে আয়োজনের সিদ্ধান্ত নেওয়ার পর নির্ধারণ করা হয়।
এবারের আসরে অংশগ্রহণকারী সব দলকেই প্রস্তুতি ও অন্যান্য আনুষঙ্গিক খরচের বাবদ ৪০ লাখ ডলার (প্রায় ৩৪ কোটি টাকা) করে দেওয়া হয়েছিল।