জামালপুরে ট্রেনে কাটা পরে রাজন (৩৮) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলার জামালপুর-ময়মনসিংহ রেল রুটের ইটাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রাজন একই এলাকার ইসমাইল হোসেনের পুত্র।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস চন্দ্র পণ্ডিত জানান, নিহত রাজন দীর্ঘদিন ধরে মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন, তার চিকিৎসা চলছিল। তিনি ভোরে সবার অগোচরে বাড়ি থেকে বের হয়ে যান। বৃহস্পতিবার ভোরে রেললাইন ধরে হাঁটার সময় ঢাকাগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন রাজন।
দুর্ঘটনায় তার মাথা ও হাত-পা কাটা পড়ে দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। খবর পেয়ে জামালপুর জিআরপি থানা-পুলিশ সকাল সাড়ে ১১টার দিকে ওই যুবকের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।