মোশাররফ হোসেন: কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও সোফিয়া গ্রেগরিয়া এখন আলাদা বসবাস করবেন। তাদের মধ্যে বিচ্ছেদ হয়নি।
কানাডার বিবাহ আইনে এধরনের সুযোগ রয়েছে। এটা অস্থায়ী বিষয়। এ নিয়ে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মুখপাত্র জানান, এ বিষয়ক নানা সংবাদ মিডিয়াতে রকমারি ঢংয়ে পরিবেশিত হয়েছে। তবে বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করেন জাস্টিন।
তিনি অটোয়ার সরকারি বাসভবনে বসবাস করবেন। আর সোফিয়া বসবাস করবেন ব্যাক্তিগত বাসায়।
এখন থেকে তিনি প্রধানমন্ত্রীর স্ত্রীর মর্যাদা পাবেন না। তিনি রাষ্ট্রীয় মর্যাদার সুযোগ পাবেন না।
তবে তিন সন্তান জেভিয়ার, এলিস ও হাদরিয়ানের যুগ্ম অভিভাবক জাস্টিন ট্রুডো ও সোফিয়া।
এ নিয়ে কানাডার মানুষ খুব বেশী বিচলিত নন। বাংলাদেশের মিডিয়ায় এ নিয়ে রকমারি খবর বেরিয়েছে।
আসলে জাস্টিন ট্রুডোর জীবন যাপন ও সাধারণ মানুষের সংগে খোলামেলা, সহজাত মেলামেশা , কাজ তাকে বিশ্বজুড়ে একটা আদর্শ রাষ্ট্রায়ত্ত্ব মর্যাদা দিয়েছে।