করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা জুনে অনুষ্ঠিত হওয়ার ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
এছাড়া আগামী বছরের জুলাই-আগস্ট মাসে এইচএসসি ও সমমানের পরীক্ষা হতে পারে বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার অনলাইন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দীপু মনি।
শিক্ষামন্ত্রী বলেন, ১৫ জানুয়ারি মধ্যে এসএসসির সিলেবাস ঘোষণা করা হবে। ফেব্রুয়ারি মাস থেকে শিক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরু হবে।