1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
September 24, 2023, 8:05 am
সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম সমিতি কানাডার মেজবানে জনতার ঢল জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে প্রদত্ত প্রধানমন্ত্রীর ভাষণের পূর্ণ বিবরণ অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী ভোটে হস্তক্ষেপ নয়, যুক্তরাষ্ট্রের লক্ষ্য জনগণকে নেতা নির্বাচন করতে দেওয়া : হাস প্রধানমন্ত্রী আজ জাতিসংঘে প্রদত্ত ভাষণে রোহিঙ্গা, জলবায়ু প্রসঙ্গ তুলে ধরবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন কানাডা ইনক নির্বাচন জমজমাট নির্বাচনে পরাজিত হবার ভয়ে বিএনপি সকাল বিকাল ভিন্ন সুরে কথা বলে, আওয়ামী লীগই জিতবে: ড. হাছান মুজিব:একটি জাতির রূপকার ছবির প্রদর্শনীতে টরেন্টোয় তোলপাড় মুজিব:একটি জাতির রূপকার ছবির প্রদর্শনীতে টরেন্টোয় তোলপাড় জনগণের ভোটাধিকার নিয়ে কেউ যাতে ছিনিমিনি খেলতে না পারে সে বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

জো বাইডেন যুক্তরাষ্ট্রের ৪৬তম রাষ্ট্রপতি

  • প্রকাশিত : শনিবার, নভেম্বর ৭, ২০২০
  • 373 বার পঠিত

মোশাররফ হোসেন : বিশ্বরূপ বদলে গেছে , লাল জামা নীল হলো, জোসেফ আর বাইডেন যুক্তরাষ্ট্রের ৪৬তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন অপরদিকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী হিসেবে  উপ রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছন কমলা হ্যারিস । ১৯৯২সালের পর অধিষ্ঠিত রাষ্ট্রপতিকে হারিয়ে দেযা ও ৭কোটি ২১ লক্ষাধিক ভোট পেয়ে রেকর্ডবুকে নাম লিখেযেছেন বাইডেন । যুক্তরাষ্ট্রের নির্বাচন পদ্ধতিতে ৫৩৮ ইলেক্ট্রোরাল কলেজে ২৯০টি আসন অর্জন করেছে ডেমোক্র্যাটিক পার্টি।   সংবিধান অনুযায়ী সংখ্যাগিরিষ্ঠতায় ২৭০টি প্রয়োজন। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প এর রিপাবলিকান পার্টি এ পর্যন্ত জিতেছে ২১৪টি আসন। শুধু তাই নয কংগ্রেসের ২২৭টি আসনসহ এগিয়ে রয়েছে ডেমোক্র্যাটিক পার্টি ।

উচ্চ কক্ষ ও নিম্ন কক্ষে সংখ্যা গরিষ্ঠতা পেয়ে এখন পর্যন্ত তারা আইন প্রনয়ে এগিয়ে আছে । জো বাইডেন এখনও তার ডেলাওয়ার এর বাড়িতে রযেছেন। এখানে ইতিপূর্বে নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা দল অবস্থান নিয়েছে। আকাশ সীমায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে । যুক্তরাষ্ট্রের সময আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন জো বাইডেন । ডেমোক্রেটিক পার্টির সকলকে ধৈর্য্য ধরে অপেক্ষা করতে আহ্বান জানিয়েছেন নির্বাচিত রাষ্ট্রপতি জো বাইডেন । ভোট গণনা কাজ সমাপ্ত করার জন্য যা ছিল জরুরি ।কিন্তু ডোনাল্ড ট্রাম্প পোস্টাল ভোটগণনা বন্ধ রাখা ও মামলা দায়ের করেছেন ।তবে ভোট গণনা কাজ বন্ধ না করে ফলাফল প্রকাশ করে নির্বাচন কমিশন ।

করোনায় ভোট গ্রহনে সুবিধার জন্য পোস্টাল ভোট দেয়ার ব্যবস্থা করা হয় ।এতে ১০কোটির অধিক ভোট পড়েছে । এই ভোট দফায় দফায় গণনা শেষ করতে!৪দিন সময় লেগেছে । যে ৫টি রাজজে ট্রাম্প আপত্তি করেন সেখানে দুই দফা গণনা করা হয় ভোট । ভোটের ফলাফল নাটকীয়ভাবে ঘুরে গিয়ে জো বাইডেন এগিয়ে গিয়ে জয় পান। এই হিসেবে পেনসিলভ্যানিয়া, জর্জিয়া,মিশিগান , নেভাদা, আরিজোনা মুখ্য ভূমিকা রাখে । জর্জিয়ায় বাইডেন ৪৯:৩ % ও ট্রামপ ৪৯:৩% ভোট পান। এখানে ১৬টি ইলেকটরাল কলেজ আসন জিতে নেন বাইডেন ।মিশিগানে বাইডেন শতকরা ৫০:৬ % , ট্রামপ ৪৭:৯% ভাগ ভোট পেয়েছেন। এখানে ১৬টি ইলেক্টোরাল কলেজ আসন জিতে নেন বাইডেন । আরিজোনায বাইডেন ৪৯:৩% ও ট্রামপ ৪৮% ভোট পেয়েছেন। এখানে বাইডেন জিতে নেন ১১টি আসন।তাছাড়া বাইডেন নেভাদায জিতে যান। তবে ফ্লোরিডা, নিউ ক্যারোলিনা, আইওযায জিতেকেন ট্রাম্প ।

বিজয় উল্লাসের জন্য এখন অপেক্ষা করছে ডেমোক্রেটিক পার্টির সকলে। অন্যদিকে রিপাবলিকান পার্টির সদস্যরা জড়িয়ে পড়ছেন বিবাদে। এতে করে জয় পরাজয় মেনে নেয়ার গণতান্ত্রিক চর্চায যুক্তরাষ্ট্রের যে ঐতিহ্য রয়েছে তাতে খারাপ দৃষ্টান্ত তৈরি হবে । এটা গণতান্ত্রিক চর্চার জন্য কামনা করি না ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2017 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park