আন্তর্জাতিক ডেস্ক: ঝটিকা সফরে মঙ্গলবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা। ভারতের জাতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়ার সোমবারের এক অনলাইন প্রতিবেদনে সূত্রের বরাতে এ খবর জানানো হয়েছে। এ ছাড়া দুই দেশের কূটনৈতিক সূত্রগুলোও শ্রিংলার এ সফরের বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে, ঢাকায় নিযুক্ত ভারতের সাবেক রাষ্ট্রদূত ও বর্তমান পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা তার সংক্ষিপ্ত ঢাকা সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে। গত মার্চের পর এ নিয়ে দ্বিতীয়বার ঢাকা সফরে আসছেন তিনি।