মোঃ রিদুয়ানুল হক: জনসংযোগ ও উন্নয়ন যোগাযোগে অসামান্য অবদানের জন্য দ্বিতীয়বারের মতো ভারতের মর্যাদাপূর্ণ “চাণক্য অ্যাওয়ার্ড-২০২২” পেয়েছেন বাংলাদেশে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফামের অ্যাডভোকেসি ও কমিউনিকেশনস উপদেষ্টা টনি মাইকেল গোমেজ।
ডেভেলপমেন্ট সেক্টরের তথ্যচিত্র, টিভি বিজ্ঞাপন এবং টেলিফিল্মের একজন পরিচালক এবং সিনেমাটোগ্রাফার, অভিনেতা, গীতিকার এবং সঙ্গীতশিল্পী হিসেবেও সুনাম কুড়িয়েছে গোমেজ। এ পর্যন্ত উন্নয়ন-সংস্থার জন্য ২০০টিরও বেশি তথ্যচিত্রে কাজ করেছেন তিনি।
গোমেজ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যেমন ওয়ার্ল্ড ভিশন, প্ল্যান ইন্টারন্যাশনাল, সেভ দ্য চিলড্রেন, ইউএনডিপি, ইউএনএইডস, এফএইচআই, জেএইচইউ-সিসিপি, বিসিসিপি”র নেতৃস্থানীয় পদে দুই দশকেরও বেশি সময় ধরে কাজ করে যাচ্ছেন। প্রোগ্রাম কমিউনিকেশন এবং ব্যবস্থাপনায় তার জ্ঞান, দক্ষতা, এবং অভিজ্ঞতার অসাধারণ সমন্বয় তাকে ডেভেলপমেন্ট সেক্টরে ব্যতিক্রমী করে তুলেছে। শিল্প ও সংস্কৃতিতেও রয়েছে তার অসাধারণ দক্ষতা।
গত ১১ ও ১২ নভেম্বর পাবলিক রিলেশনস কাউন্সিল অব ইন্ডিয়ার (পিআরসিআই) আয়োজনে ১৬তম “গ্লোবাল কমিউনিকেশন কনক্লেভ”র উদ্বোধনী অনুষ্ঠানে তাকে এই পুরস্কার প্রদান করা হয়।