মোশাররফ হোসেন: টরনটোয় বাংলাদেশ কনস্যুলেটে আনন্দ ও বেদনার মধ্য দিয়ে শেখ রাসেল দিবস পালন করা হয়েছে । মংগলবার বিকেলে ২২০৫ শেফার্ড এভিনিউ র ১৫০৫ নম্বর সুইটে এ দিবসে শেখ রাসেলে র প্রতিকৃতিতে ফুলেল সম্ভাষণ, জীবনের ওপর প্রামাণ্যচিত্র ,আলোচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বিশেষ মোনজাত এর মাধ্যমে দিবসের কর্ম সূচি পালন করা হয় ।
অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধান মন্ত্রী শেখ হাসিনা র বানী পাঠ করা হয়।শেখ রাসেল এর ৫৯ তম জন্মদিনের কেক কেটে দিবস উদযাপন করা হয়
বাংলাদেশ কনস্যুলেট টরনটো, কনসাল জেনারেল মোঃ লুৎফুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা পর্বে অংশ নেন টরনটো বংগবনধু ফাউন্ডেশন সভাপতি ডঃ হুমায়ূন কবির, অন্টারিও আওয়ামী লীগ টরনটো সাধারণ সম্পাদক মাসুদ আলী লিটনসহ আমন্ত্রিত অতিথি বর্গ ।অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ কনস্যুলেট টরনটো ,কনসাল ফাহমিদা সুলতানা ।
বংগবনধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র ও পোরধান মন্ত্রী শেখ হাসিনা র আদরের ছোট ভাই শেখ রাসেল এর জন্মদিন ছিল গতকাল ।
শেখ রাসেল নির্মলতার প্রতীক, দূরনতো প্রাণবন্ত নির্ভীক, শিরোনামে আলোচনা পর্বে, কনসাল জেনারেল মোঃ লুৎফুর রহমান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর বংগবনধু শেখ মুজিবুর রহমান এর সৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, শেখ রাসেল ছিলেন মেধাবী প্রাণচাঞ্চল্ ,বন্ধু বৎসল ও বিনয়ী ।
বংগবনধু তাঁর প্রিয় লেখক এর নামে রেখেছিলেন নাম রাসেল।
কিন্তু ১৯৭৫ সালের১৫ আগস্ট কাল রাতে স্বাধীনতা বিরোধী ও বিশ্বাসঘাতকদের হাতে বংগবনধু শেখ মুজিবুর রহমান ও পরিবারের সাথে ছোট্ট শিশু শেখ রাসেলকে নির্মমভাবে হত্যা করা হয় ।শেখ রাসেলকে আমরা হারিয়েছি কিন্তু রয়েছে তাঁর বেদনা বিধূর সৃতি ।
বিশ্বে আজ রাসেল অধিকার বঞ্চিত শিশুদের প্রতীক ও মানবিক সত্তা ।রাসেলে র চেতনায় গড়ে উঠুক আমাদের শিশুরা।যারা আগামীতে সোনার বাংলা গড়তে নেতৃত্ব দেবে ।
আলোচনা পর্বে বক্তারা, শেখ রাসেল সহ বংগবনধু শেখ মুজিবুর রহমান ও পরিবারের হত্যাকে রাজনৈতিক হত্যা কান্ড বলে অভিহিত করেন ।