অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অসুস্থতার পর পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও চলতি সপ্তাহের এশিয়া সফর সংক্ষিপ্ত করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র শনিবার বলেছেন, পম্পেও জাপান সফর করবেন। তবে দক্ষিণ কোরিয়া ও মঙ্গোলিয়া সফরের পরিকল্পনা বাতিল করা হয়েছে।
ডোনাল্ড ট্রাম্পের কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হওয়ার পর ওয়াশিংটনের কাছে একটি হাসপাতালে তার চিকিৎসা শুরু হয়েছে। এর পরই পম্পেওর সফরসূচিতে এ পরিবর্তন আনা হয়।
পম্পেও রোববার থেকে মঙ্গলবার টোকিও সফর করবেন। মুখপাত্র মরগান ওর্তাগাস এক বিবৃতিতে বলেন, সেখানে তিনি অস্ট্রেলিয়া, ভারত ও জাপানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন।
ট্রাম্পের অসুস্থতার কথা উল্লেখ না করে পম্পেও বলেন, তিনি অক্টোবরেই মাত্র কয়েক সপ্তাহের বিরতি দিয়ে পুনরায় সফর শুরু করবেন।
তবে শুক্রবার ট্রাম্পের অসুস্থতায় সফরসূচিতে পরিবর্তন আসবে কিনা সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে পম্পেও সফরসূচিতে পরিবর্তনের আভাস দিয়েছেন।