মোশাররফ হোসেন: যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ট্রাম্প ক্ষমতা হস্তান্তরে সম্মতি দিয়েছেন। এখন প্রশাসনিক কাজ শুরু হয়েছে। অপরদিকে সদ্য নির্বাচিত রাষ্ট্রপতি জো বাইডেন তার মন্ত্রী ও প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ শুরু করেছেন ।
ইতিপূর্বে তিনি রন ক্লেইন তার চিফ অফ স্টাফ নিয়োগ করেছেন । তার আসন্ন মন্ত্রীসভা ও প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নিয়োগ পাচ্ছেন কারা এ নিয়ে কৌতুহল আছে বিশ্বজুড়ে ।
এ যাবত বাইডেন পিক আপ সূত্র ধরে যুক্তরাষ্ট্রের মিডিয়া বেশ কয়েকজনের নাম তালিকা জানিয়েছে। তাতে আছে সাবেক পররাষ্ট্র মন্ত্রী জন কেরি ।রাষ্ট্রপতি বাইডেন এর বিশেষ দূত হিসেবে জলবায়ু বিষয়ক দায়িত্ব পালন করবেন ।আগামী সেক্রেটারি এস্টেট হিসেবে এনটনি ব্লিনকেন এর নাম রয়েছে।
এ তালিকায় রয়েছেন যারা তারা হচ্ছেন : জেন ও মালি ডিলনকে ডেপুটি চিফ অফ স্টাফ ,আলেকজানদ্রো মায়োরকাস,(হোমল্যান্ড সিকিউরিটি) লুইজা টেরেল (পরিচালক আইনবিভাগ),কেথি রাসেল( পরিচালক হোয়াইট হাউস) ,মাইক ডোনিলন(উপদেষ্টা),সেডরিক রিচমন্ড (উপদেষ্টা পাবলিক এনগেজমেন্ট),জ্যাক সুলিভানকে (উপদেষ্টা জাতীয় নিরাপত্তা)নিয়োগ করেছেন বলে একই সূত্রে জানা গেছে ।