দেশে করোনা ভাইরাসে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা সীমান্ত এলাকায় বাড়ছে। ঢাকার চেয়ে রাজশাহীতে মৃতের সংখ্যা বেশি। সারা দেশে গত এক দিনে করোনায় ৩০ জনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে ছয় জন ঢাকা বিভাগের, ছয় জন চট্টগ্রাম বিভাগের, আট জন রাজশাহী বিভাগের, তিন জন খুলনা বিভাগের, এক জন বরিশাল বিভাগের, দুই জন সিলেট বিভাগের এবং চার জন রংপুর বিভাগের বাসিন্দা ছিলেন।
গত এক দিনে করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১ হাজার ৬৮৭ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৮ লাখ ৫ হাজার ৯৮০ জন হয়েছে। আর করোনা ভাইরাসে মৃতের মোট সংখ্যা বেড়ে হয়েছে ১২ হাজার ৭২৪ জন। গত এক দিনে সুস্থ হয়েছেন ১ হাজার ৯৭০ জন।
নতুন সুস্থদের নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৪৬ হাজার ৩৫ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৫০৯টি ল্যাবে ১৬ হাজার ৯৭২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৬০ লাখ ২ হাজার ৯৯৪টি নমুনা। বৃহস্পতিবার নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ৯ দশমিক ৯৪ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৪৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৫৬ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫৮ শতাংশ।