1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
September 12, 2024, 4:53 am
সংবাদ শিরোনাম :

ঢাকা ট্রুডোকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছে : মোমেন

  • প্রকাশিত : সোমবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৩
  • 110 বার পঠিত

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ঢাকা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে চলতি বছরের সেপ্টেম্বরে বাংলাদেশে দ্বিপাক্ষিক সফরে আসার আমন্ত্রণ জানিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী কানাডার ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বিষয়ক মন্ত্রী হারজিত এস সজ্জনের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকে বলেন,“আমরা তাকে (ট্রুডো) আমন্ত্রণ জানিয়েছি। তিনি জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে সেপ্টেম্বরে ভারত সফর করবেন। যদি তিনি সেই সময় এখানে আসতে সক্ষম হন তবে তা খুবই ভাল হবে।”

আজ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সজ্জনের সঙ্গে যৌথ প্রেস ব্রিফিংকালে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।বাংলাদেশে গণমানুষের মধ্যে ট্রুডোর ব্যাপক জনপ্রিয়তার কথা উল্লেখ করে মোমেন বলেন, “কানাডার প্রধানমন্ত্রী ছোটবেলায় বাংলাদেশ সফর করেছিলেন। বাংলাদেশে তার নাম জনপ্রিয়।

ট্রুডো ১৯৮৩ সালে ছোটবেলায় তার বাবা কানাডার প্রধানমন্ত্রী পিয়ের ট্রুডোর সাথে বাংলাদেশ সফর করেছিলেন। আমন্ত্রণ সম্পর্কে, হারজিত এস সজ্জন বলেন, তিনি ব্যক্তিগতভাবে তার প্রধানমন্ত্রীকে ঢাকার আমন্ত্রণ পৌঁছে দিবেন। কানাডার মন্ত্রী বলেন, “এ বিষয়টি আমি জানি যে, তিনি (ট্রুডো) বিষয়টি মনে রেখেছেন। তিনি তার বাবার সাথে বাংলাদেশে ভ্রমণ করার কথা সবসময় স্মরণ করেন। আমি জানি তাই, সুযোগ এলে তিনি এখানে সত্যিই আসতে চাইবেন।
২০২১ সালের মার্চ মাসে, ট্রুডো শৈশবে তার প্রথম বাংলাদেশ সফরের কথা স্মরণ করে জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতা লাভের ৫০তম বার্ষিকী উপলক্ষে একটি ভিডিও বার্তা পাঠিয়েছিলেন। ভিডিও বার্তায় কানাডার প্রধানমন্ত্রী বলেছিলেন, “আমার বাবা এবং শেখ মুজিবুর রহমানের মধ্যে একটি দৃঢ় সম্পর্ক গড়ে ওঠছিল যা স্বাধীন বাংলাদেশের প্রতি কানাডার সমর্থনদানের মাধ্যমে সূচিত হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park