1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
July 16, 2025, 4:51 pm

তামিমের অবসর কাণ্ডে বাজে প্রভাব, থমথমে টিম হোটেল

  • প্রকাশিত : রবিবার, জুলাই ৯, ২০২৩
  • 193 বার পঠিত

‘মনে হচ্ছে এতিম খানায় আছি’ -টিম হোটেলের পরিবেশ নিয়ে এভাবে রাইজিংবিডিকে প্রতিক্রিয়া জানিয়েছেন এক ক্রিকেটার। দলের অবস্থান নিয়ে পাঁচ শব্দের ছোট এই বাক্য বুঝিয়ে দেয় অনেক কিছু। সিরিজ হার নিশ্চিতের পর মিডিয়া বিভাগ থেকে জানিয়ে দেওয়া হয় রোববার (৯ জুলাই) ওয়ানডে টিম বিশ্রাম করে কাটাবে। টিম হোটেলে লিটন দাসের দল বিশ্রাম করেই কাটাচ্ছে। তবে শুধু টি-টোয়েন্টি দলে থাকা সদস্যরা ও তামিম ইকবালের অবসর ঘোষণার পর ওয়ানডে দলে ডাক পাওয়া রনি তালুকদার অনুশীলন করছেন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। দুপুরে তাদের নিয়ে যান প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সার্বিকভাবে দলের মধ্যে থমথমে অবস্থা বিরাজ করছে। তামিমের অবসর নাটকীয়তা সঙ্গে আফগানিস্তানের কাছে ঘরের মাঠে ওয়ানডেতে অসহায় আত্মসমর্পণ, সবমিলিয়ে সকলের মানসিক অবস্থাই খারাপ। গণমাধ্যমে কিংবা অনুশীলনে লিটনরা বোঝানোর চেষ্টা করছেন, তারা ঠিক আছেন। কিন্তু পরিস্থিতি তা বলছে না। সকালে অনেকে ব্রেকফাস্ট করতে কক্ষ থেকে বের হননি। যে যার মতো সময় কাটাচ্ছেন নিজের কক্ষে। যদিও গতকাল সিরিজ হারের পর মেহেদি হাসান মিরাজ বলেছেন তাদের বন্ডিং খুব ভালো, কিন্তু হুট করে নেতৃত্বহীন হয়ে যাওয়ায় এই খারাপ সময়ে ক্রিকেটারদের আগলে রাখার যেন কেউ নেই। লিটন এই সিরিজের জন্য সাময়িক অধিনায়ক হয়েছেন, গতকাল আফগানদের কাছে বড় ব্যবধানে হারের পর তিনিও আছেন চাপে। এর আগে ভারতের বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ লিটনের নেতৃত্বে, তার উপর ম্যানেজম্যান্টের সেই ভরসা আছে। কিন্তু তিনি এখন যে অবস্থায় দলের নেতৃত্বে এসেছেন রাতারাতি সব বদলে দেবেন এমন আশা করাটাই বোকামি।টিম হোটেল থেকে দুপুরে এক ক্রিকেটার রাইজিংবিডিকে বলেন, ‘আমরা আছি আমাদের মতো। এতিম খানায় যেভাবে থাকে বোঝেন না (হাসি)। আমার কারও সঙ্গে দেখা হয়নি রাতে ফেরার পর থেকে। দেখা হয়েও কি হবে। কারও মানসিক অবস্থাই ভালো না। সামনে কি হয় সেটার অপেক্ষায় আছি।’ আপনারাতো এর আগে অনেক হেরেছেন, কিন্তু এত খারাপ অবস্থান হয়নি দলের। তামিমের অবসর-কাণ্ডে কি বেশি প্রভাব পড়ছে? এই ক্রিকেটার বলেন, ‘এটা-তো সহজ হিসাব ভাই। হঠাৎ এলোমেলো হয়ে যাওয়ার মতো। সবাই খেলার মধ্যে ছিল, কত পরিকল্পনা ছিল, এখন মনে হয় মনোযোগ হারিয়ে ফেলেছে সবাই।’ সিরিজ শুরুর আগে তামিম ইকবাল প্রচণ্ড আত্মবিশ্বাসী ছিলেন জয় নিয়ে। প্রথম ম্যাচে হারের পর তামিমের অবসরে সব যেন ওলট-পালট হয়ে যায়। এখন বাংলাদেশ হোয়াইটওয়াশের মুখে। এখনো অবশ্য জয় নিয়ে আত্মবিশ্বাসী দল। মিরাজ বলেছেন, ‘আমরা, অবশ্যই জেতার জন্যই খেলি। প্রত্যেকটা ম্যাচ জেতার জন্য খেলি। কেউ কিন্তু কখনো হারার জন্য ক্রিকেট খেলে না।’ ১১ জুলাই সাগরিকার পাড়ে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে লিটনদের সামনে হোয়াইটওয়াশ এড়ানোর মিশন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park