1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
September 16, 2024, 1:42 am
সংবাদ শিরোনাম :

‘তার দ্যুতি আপনাকে পাগল করে দেবে’, ধোনির প্রশংসায় জাহ্নবী

  • প্রকাশিত : শুক্রবার, মে ১৭, ২০২৪
  • 77 বার পঠিত

বিনোদন ডেস্ক: বলিউডের জমকালো দুনিয়ায় স্টারডম আলাদাই কথা বলে। জন্ম দেয় অহংকারের। সেখানে শ্রীদেবীকন্য়া জাহ্নবী কাপুর তার বিনম্র আচরণে বাকিদের থেকে কোথাও নিজেকে আলাদা করেছেন।

২৭ বছর বয়সী এই নায়িকা এখন ব্য়স্ত তার আসন্ন স্পোর্টস ড্রামা ‘মিস্টার অ্য়ান্ড মিসেস মাহি’ নিয়ে। যেখানে জাহ্নবীর বিপরীতে থাকছেন দুরন্ত অভিনেতা রাজকুমার রাও। ‘মিস্টার অ্য়ান্ড মিসেস মাহি’র নায়িকা মজেছেন কিংবদন্তি এমএস ধোনির ব্য়ক্তিত্বে।

সিনেমার প্রচার সংক্রান্ত এক ইভেন্টে এসে জাহ্নবী বুঝিয়ে দিলেন তিনি ধোনিতেই দিয়েছেন ডুব। কথার ফাঁকে বলেন, ‘আমি বিশ্বাস করি, শুধু আমিই নই, এই ঘরে উপস্থিত সবাই মহেন্দ্র সিং ধোনি স্যারের বিশাল ভক্ত। তার দ্যুতিই আপনাকে পাগল করে দেবে।’

তিনি বলেন, ‘কয়েকদিন আগেই আমি তার সঙ্গে একটি অনুষ্ঠানে ছিলাম। আমি তাকে ঘুরতে দেখেছিলাম। আমি অনুভব করি যে, তিনি হাঁটছিলেন না, গ্লাইড করছিলেন না। আমি  ‘মিস্টার অ্য়ান্ড মিসেস মাহি’ সিনেমাটি ধোনি এবং তার স্ত্রী সাক্ষীকে দেখাতে চাই। কিন্তু তিনি তো খুবই ব্য়স্ত। তবে চাইব তার কাছে পৌঁছাতে মিডিয়া আমাকে সাহায্য় করবে।’

জাহ্নবীর সুরে গলা মিলিয়ে রাজকুমার বলেন, ‘সারা বিশ্ব মাহি স্যারের বিশাল ভক্ত। আমরা সত্যিই তার গুণমুগ্ধ, তাকে আমরা ভালোবাসি।’

‘মিস্টার অ্য়ান্ড মিসেস মাহি’র গল্প কিন্তু ধোনিকে নিয়ে নয়। তবে এই গল্পে রয়েছে পরিচালক শরন শর্মার গভীর ধোনি প্রেমের বোধ। সিনেমায় রাজকুমারের নাম মহেন্দ্র। তিনি এক ব্যর্থ ক্রিকেটার। মহিমা ওরফে জাহ্নবী পেশায় ডাক্তার। তাদের অ্যারেঞ্জ ম্য়ারেজ। দু’জনেরই ডাকনাম মাহি।

তারা একসঙ্গে মিস্টার ও মিসেস মাহি বলে পরিচিত হন। দু’জনে দ্রুত আবিষ্কার করেন যে, ক্রিকেটের প্রতি তাদের অসম্ভব ভালোবাসা। এই খেলা নিয়ে দু’জনেই পাগল। মহেন্দ্র তার স্ত্রীর মধ্যে লুকিয়ে থাকা ক্রিকেটীয় প্রতিভা খুঁজে পান এবং তার ক্রিকেটার হওয়ার স্বপ্ন পূরণ করেন কোচিং করিয়ে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park