মোশাররফ হোসেন: ২৮ জুন ২০২১ কানডার পশ্চিম অনচলের তাপমাত্রা তিরাশি বছরের রেকর্ড ভংগ করেছে।
বৃটিশ কলাম্বিয়া রাজজের লাইটন এলাকায় তাপমাত্রা ছিল ৪৭.৯ডিগ্রি সেন্টিগ্রেড । মাত্র এক দিন আগে যা ছিল ৪৬.৬ডিগ্রি । একইসঙ্গে ইয়েলো গেরাছ ও মিডএইট এলাকায় ৪৫ ডিগ্রি তাপমাত্রায় মানুষ বিপাকে পড়েছেন । টরনটোয় হাঁসফাঁস অবস্থা । ৩৯ ডিগ্রি । তবে আজ বৃষ্টির পূর্বাভাস রয়েছে ।
এতে করে মানুষ খোলামেলা সলপোবসনে বেড়াতে বের হয়ে গেছে । লেক, নদীর তীরে পরিবারের সদস্যরা একসাথে আনন্দে মেতেছে। পার্কেও মানুষের ভীড় লেগে আছে ।
সবুজ বনে এখন গাছে গাছে ফুল ফুটেছে । প্রকৃতি নিয়েছে নতুন সাজ কেননা দুই ডোজ করোনা টিকা নিয়ে সীমিত পরিসরে বেড়ানো যাচ্ছে ।