1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
July 7, 2025, 10:43 pm

তোমার বাড়ির সামনে দিয়ে মরণযাত্রা যে দিন হবে

  • প্রকাশিত : শনিবার, মে ২৮, ২০২২
  • 415 বার পঠিত

মোশাররফ হোসেন : আমাদের মা আছিয়া খাতুন ইহলোক ছেড়ে চলে গেছেন সোমবার। বাবা আলহাজ আবদুর রাজ্জাক এর পাশে এখন ঘুমিয়ে আছেন। দূর আকাশের তারা হয়ে জল জল করছেন। তিন জেনারেশনকে কাঁদিয়ে চিরবিদায় নিয়েছেন মা। মায়ের মৃত্যুতে আমরা এখনও শোকাহত। বেদনায় নীল।

শুধু তাই নয় বরিশাল জেলার গইলায় বংশের বাতিঘরের মৃত্যুতে জানাজায় মানুষের ঢল নামে। মিলাদ, কোরআন খতম ও দোয়া শেষে বৃহস্পতিবার তিন দিনের অনুষ্ঠান ছিল সীমিত পরিসরে। নিজেদের বিশাল পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন মিলে দু ‘শতাধিক মানুষ অংশ নেন।

এসমযয় উপস্থিত ছিলেন

আওয়ামীলীগ আগৈলঝাড়ার সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিযাবাত, গইলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু তালুকদার,আগৈলঝাড়া ছাত্র লীগের সাবেক সভাপতি কামরুজ্জামান আজাদ সেরনিযাবাত, ছাত্র লীগ সভাপতি মিনটু সেরনিযাবাত, শ্রমিক লীগ সাধারণ সম্পাদক ছাড়োয়ার হোসেন দাড়িয়া , গইলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম চানসহ সথানীয নেতৃবৃন্দ ।

মায়ের মৃত্যুসংবাদ শুনে ঢাকা থেকে আমার দু ভাই, তিন বোন, ভগ্নিপতি, সন্তান, খুলনা থেকে ছোট ফুফু, আত্মীয় স্বজন বরিশাল আসেন। পাশের বাড়ির চাচা, চাচাতো ভাই, প্রতিবেশী, গৌরনদী আগৈলঝাড়া, ভদ্রপাড়ার পুরানো বাড়ির চাচা ও ভাই, মামাবাড়ির সহ গইলার সকল শুভানুধ্যায়ী দের ঢলে বড় বাড়িতেতে ও তিল ধারণের ঠাঁই ছিল না।

আমার মায়ের মৃত্যুর পর ভাগ্নে শাহেদ, ছোট চাচি, তার ছেলে, মেয়ে সিডনি থেকে মাকে শেষবারের মতো ভিডিওতে দেখেছে। শোকাহত অবস্থায় আমরা টরনটো থেকে ও তাই করেছি। যার রেশ এখনও চলছে। তবে টরনটো, সিডনি মসজিদে মায়ের জন্য বিশেষ দোয়া করা হয়েছে।

শোক প্রকাশ

বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতি মনডলীর সদস্য জাহাংগীর কবির নানক, চট্টগ্রাম আওয়ামী লীগ নেতা ও সাবেক সিটি প্রশাসক খোরশেদ আলম সুজন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক আবদুস সালামসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সাবেক কেবিনেট সচিব শফিউল আলম, সচিব আবু আলম শহীদ খান, মান্নান হাওলাদার, মাহবুব আহমেদ, অপরূপ চৌধূরী, নাট্যজন, কবি ও সাংবাদিক শিশির দত্ত, কবি আবসার হাবিব, রবীন্দ্র সাংগীত সম্মিলন পরিষদ চট্টগ্রামের সাধারণ সম্পাদক অনুপ সাহা, সংগীত শিক্ষক ডঃ তপন বৈদ্য, শিল্পী ও শিক্ষক সাজেদুল আলম, তপন চৌধূরী, শাহরিয়ার খালেদসহ অনেকে শোক প্রকাশ করেছেন।

যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয় এর সমাজতত্ত্ব ও সমাজ কল্যাণ এর ডিন অধ্যাপক ডঃ মিজানুর রহমান মিযা, বানদরবান বিশ্ববিদ্যালয় উপাচার্য ডঃ ইমাম আলী, সাবেক উপাচার্য অধ্যাপক আলাউদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব ইহসানুল করিম, ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধূরী সহ বিভিন্ন পত্রিকার সম্পাদক, কবি ও সাংবাদিক আবুল মোমেন, ওয়াশিংটন দূতাবাসের প্রেস মিনিস্টার এ জেড এম সাজজাদ হোসেন, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ, পূর্বকোণ পত্রিকার সাবেক বার্তা সম্পাদক নাসিরুদ্দিন চৌধূরী, চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আববাস, বিটিভির ডিডিজি নিউজ অনুপ খাস্তগীর, অনলাইন নিউজ পোর্টাল এর সম্পাদকবৃনদ, টরনটোর বাংলা কাগজ প্রধান সম্পাদক এম আরজাহাংগীর, বাংলা মেইল সম্পাদক শহীদুল ইসলাম মিন্টু, নতুন দেশ ডট কম প্রধান সম্পাদক শওগাত আলী সাগর, নিউইয়র্কের সাংবাদিক মাহফুজুর রহমান, নাজমুল আহসান সকল শুভানুধ্যায়ী সাংবাদিক বৃনদ, বাংলাদেশ স্পোটর্স জারনালিস্ট এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন নর্থ আমেরিকা ইনক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন কানাডা ইনক, চিটাগাং এসোসিয়েশন অব কানাডা ইনক, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল’ ৭১, চট্টগ্রাম কলেজ ছাত্র ছাত্রী পরিষদ, বরিশাল এসোসিয়েশন কানাডা।

ভাসানী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আলাউদ্দিন, কক্সবাজার বিশ্ববিদ্যালয় এর উপাচার্য অধ্যাপক ডঃ গোলাম কিবরিয়া ভূইয়া, চট্টগ্রাম কলেজের সাবেক ভিপি বোরহান উদ্দিন আহমেদ, চাকসুর সাবেক ভিপি মাজহারুল হক শাহ চৌধূরী, সাধারণ সম্পাদক ডঃ জমির চৌধূরী, ভিপি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক আজিম উদ্দিন, যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয় এর অধ্যাপক ডঃ দেলোয়ার হোসেন, দেশবরেনন্য ফটো জার্নালিস্ট পাভেল রহমান, মনজুরুল আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন নর্থ আমেরিকা ইনক এর সভাপতি মাহমুদ আহমেদ, সাধারণ সম্পাদক এস এম ইকবাল ফারুক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন কানাডা ইনক এর সভাপতি ডঃ এ এম  তোহা, চিটাগাং এসোসিয়েশন কানাডা ইনক এর সভাপতি শিবু চৌধূরী, সাধারণ সম্পাদক সৈয়দ শওকত মাহমুদ, দীপ্ত টিভির অঘোর মন্ডল সহ বাংলাদেশের ক্রীড়া সাংবাদিক বৃনদ, বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, সিনিয়র সহ সভাপতি আবদুস সালাম, বিসিবির পরিচালক আহমেদ সাজজাদুল আলম ববি জালাল ইউনুস, আকরাম খান, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু , সিজেকেএস সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাসির উদ্দিন,  সিডিএসএ সাধারণ সম্পাদক সিরাজ উদদিন মো আলমগীর পৃথক পৃথক ভাবে শোক প্রকাশ করেছেন।

আমার সহপাঠী ডঃ জেরিন খায়ের, ডালাস থেকে আইনুন নাহার দীপ, মানচচেসটার থেকে ফাতেমা, লন্ডন থেকে প্রবীর, ডাঃ সাইফুদদিন এম তারেক, ডাঃ সৈয়দ আতিকুল হক, ডাঃ আমান হক, পংকজ ধর, শহীদ সরওয়ার,  প্রকৌশলী নুরল করিম, মিহির সাহা, দেশবরণ্য ডিজাইননার চন্দ্রশেখর সাহা সহ অনেকে। টেকসাস থেকে সেকানদার চৌধূরী, ভার্জিনিয়া থেকে আবু নাসের খানসহ হাজারেরও বেশি বন্ধু ও শুভানুধ্যায়ী।

বাংলাদেশ আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক ও দেশ বরেণ্য ক্রীড়া সংগঠক, সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ, সিনিয়র সাংবাদিক সৈয়দ মামুন, দিলু খোন্দকার, সাইদুর রহমান শামীম, রায়হান আল মুঘনি, মোজামমেল হক চঞ্চল, রিজওয়ান উজজামান, আহমেদ রাকিবসহ ক্রীড়া সাংবাদিক বৃনদ এবং সিনিয়ার সাংবাদিক অজিত সরকার, হালিম আজাদ ,বাসসের আনিসুর রহমান সমীর বড়ুয়া, কানাই চক্রবর্তী পৃথক পৃথক ভাবে শোক প্রকাশ করেছেন ।

আমার গ্রাম, আমার শহর
১৯৭২সালে আমার বাবা বলেছিলেন আমার গ্রাম একদিন হবে আমাদের শহর। সমাজ ও রাষ্ট্রীয় উননযনের সূতিকাগার। তিনি কলকাতা আসাম বেংগল রেলওয়ের কর্মকর্তা হিসেবে চাকুরি শুরুর পর ছোট দাদাসহ গইলায় বাড়ি করেন তখন আমার জন্ম হয়নি। ১৯৬৩ সালে পাশের বাড়িটি ক্রয় করেন। ১৯৬৪ -৬৫ ঐ বাড়িতে থেকে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর পড়াশোনা করতাম। বড় পরিবারের কথা মনে রেখে ও পড়াশোনার জন্য আমরা ১৯৬৫ সালে আবার চট্টগ্রামে বসবাস শুরু করেছিলন। তখন গৌরনদীও আগৈলঝাড়ার সড়ক ছিল কাঁচা। বিদ্যুত ছিল না। টিনের চালে বৃষ্টির শব্দ শুনতে ভাল লাগত। সি ও বাড়িতে বন্ধু খোকনের সাথে বেয়াডমিন্টন খেলতাম। মেজ ভাই খেলতেন ফুটবল। আবার মায়ের লাগানো লাউ, শশা গাছ থেকে তরকারি কেটে আনতাম। দাদার সংগে মরিচ ও আলুচাষ করতাম।  মাকে লেখা বাবার চিঠি পোস্ট অফিস থেকে এনে মাকে পড়ে শোনাতাম।

১৯৭২সালে মুক্তিযুদ্ধের পর পাশের বাড়ির বিল্ডিং আমারা বসবাস শুরু করেছিলাম। এ বাড়ি ক্রয়ের পর কোলকাতা গিয়ে সকল টাকা প্রদান করেছিলেন বাড়িটির মালিকের সন্তানদের। এ পরিবারের সদস্যরা বাংলাদেশে বেড়াতে আসে, আমরাও বেড়াতে গিয়েছি।

এখন আমাদের গ্রাম এর সড়ক পাকা হয়ে মহাসড়ক। গৌরনদীও আগৈলঝাড়া হয়ে কোটালি পাড়া। এরপর গোপনগঞ্জ। বিদ্যুত আছে বাড়ি বাড়ি। ইন্টারনেট সাবেক ভারতীয় রাষ্ট্রদূত সমর সেনদের বাড়ি আমাদের সামনে। এটা এখন ২০০ শয্যার হাসপাতাল। মুক্তিযুদ্ধের পর যার প্রথম ডাক্তার আমার বড়ভাই ডাঃ আলমগীর হোসেন। মরহুম আবদুর রব সেরনিযাবাত যা প্রতিষ্ঠা করেন। তৈরি হয়েছে চাইল্ড কেয়ার হোমত। বাজার বড় হয়েছে। এটি দেশবরেণ্য সাংবাদিক অজয় দাশগুপ্ত দের বাড়ির পাশ। গইলা স্কুল এখন সরকারি। প্রাথমিক শিক্ষা সংযুক্ত করা হয়েছে।

স্কুল সংলগ্ন আমাদের জায়গায় শহীদ সৃতিসৌধ। স্কুলে আছে আরও একটি। বার্ষিক জাতীয় অনুষ্ঠান ও খেলাধূলা মিলে গইলা উৎসবে মেতে ওঠে।

আমাদের বাড়িতে আম জাম কাঁঠাল, লিচ, পেয়ারা, জামরুল, আনারস, কমলা জলপাই, আমলকি, নারিকেল, সুপারি, কলা, বেল সহ সবরকম গাছ লাগিয়েছেন আমার বাবা। সহযোগিতা করেছি আমরা। মা লাগিয়েছেন লাউ শশা করলা টমেটো সহ সবজি।পুকুর ও দীর্ঘিতে মাছ। রয়েছে মুরগি ও গরু। এসবই সয়ংসম্পূর্ণ পল্লী সমাজের আধুনিক রূপ। জমিজমা মিলে আমাদের ভাই ও বোনেরা সবাই মিলে জীবন অতিবাহিত করছি। যদিও সবাই আজ উচ্চ শিক্ষিত। আমাদের উত্তরসূরি একসময় ধরবে এ বিশাল পরিবারের হাল।

আমার গ্রাম এখন শহরে পরিণত। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ জুন ২০২২ পদ্মা সেতু উদ্বোধন করলে ঢাকা থেকে আমরা বরিশালের বাড়িতে যেতে পারব ৩ঘন্টায়। আশা করি বাংলাদেশ সরকারের আমার গ্রাম আমাদের শহর কর্মসূচী একদিন হবে উন্নয়নের সূতিকাগার।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park