অনলাইন ডেস্কঃ ফেনীর দাগনভূঞা পৌরসভার ১নং ওয়ার্ডের বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী মো. আলাউদ্দিনকে বাইক থেকে নামিয়ে মারধর করেছে দুর্বৃত্তরা।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আলাইয়াপুর খেজুরগাছতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
মো. আলাউদ্দিন ১নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক।
আহত আলাউদ্দিন জানান, তিনি মোটরসাইকেলে একা তার ডালিম প্রতীকের সমর্থনে গণসংযোগ করছিলেন। হঠাৎ চারটি মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালান। তাকে মোটরসাইকেল থেকে নামিয়ে মারধর করা হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ ঘটনায় রাতেই তিনি দাগনভূঞা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
দাগনভূঞা থানার ওসি ইমতিয়াজ আহমেদ জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।