1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
September 24, 2023, 7:10 am
সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম সমিতি কানাডার মেজবানে জনতার ঢল জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে প্রদত্ত প্রধানমন্ত্রীর ভাষণের পূর্ণ বিবরণ অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী ভোটে হস্তক্ষেপ নয়, যুক্তরাষ্ট্রের লক্ষ্য জনগণকে নেতা নির্বাচন করতে দেওয়া : হাস প্রধানমন্ত্রী আজ জাতিসংঘে প্রদত্ত ভাষণে রোহিঙ্গা, জলবায়ু প্রসঙ্গ তুলে ধরবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন কানাডা ইনক নির্বাচন জমজমাট নির্বাচনে পরাজিত হবার ভয়ে বিএনপি সকাল বিকাল ভিন্ন সুরে কথা বলে, আওয়ামী লীগই জিতবে: ড. হাছান মুজিব:একটি জাতির রূপকার ছবির প্রদর্শনীতে টরেন্টোয় তোলপাড় মুজিব:একটি জাতির রূপকার ছবির প্রদর্শনীতে টরেন্টোয় তোলপাড় জনগণের ভোটাধিকার নিয়ে কেউ যাতে ছিনিমিনি খেলতে না পারে সে বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

দূরবীণে যা চাই

  • প্রকাশিত : বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২০
  • 324 বার পঠিত

কালের বিবর্তনে অবাধ তথ্য প্রবাহের যুগে সব কিছু সকলের কাছা কাছি চলে এসেছে । এক অক্ষর যুক্ত করে বিভিন্ন ধাঁচের সংবাদ, শিল্প -সাহিত্য, সংস্কৃতি, খেলা রাজনীতি, অর্থনীতিসহ নানা বিষয় ও ছবি ছাপাহত পত্রিকায় ।
ধীরে ধীরে বাংলাদেশে বহু মাত্রিক সংবাদপত্র, ম্যাগাজিন , বই ফটো টাইপসেটার যুগ পেরিয়ে কম্পিউটার যুগে প্রবেশ করেছিলন ব্বইয়ের গোঁড়ায় । শুরুতে সাংবাদিকরা সংবাদ লিখে দিতেন হাতে । লেখকরা ও তাই করতেন। সিনিয়ররা শিরোনাম দেয়া, গেট আপ- মেকআপ করতেন । নিউজ এজেন্সির সংবাদ তৈরি করতেন সাব এডিটররা । এখন রিপোর্টার ও সাব এডিটররা সংবাদ তৈরির পর দেন বার্তা সম্পাদকদের ।
তারা সম্পাদনা শেষে শিরোনাম দিয়ে প্রধান বার্তা সম্পাদকের কাছে পাঠিয়ে দেন । সবশেষে সম্পাদক ও প্রধান সম্পাদক পাতা বিন্যাস, ছবি , গেটআপ -মেকআপ দেখে শিরোনাম চূড়ান্ত করে ছাপার জন্য প্রেরন করেন । বাংলাদেশে এখন প্রায় ৪০ পাতার পত্রিকা ছাপা হয় । তবে ১২ থেকে ২০ পাতার পত্রিকাই বেশি । ইংরেজি পত্রিকা হাতে গোনা। এত বেশি পত্রিকা খুব কম দেশে আছে ।
সাবমেরিন ক্যাবেলের সুবাদে ইন্টারনেট ব্যবহার বেড়ে যাওয়ায় পত্রিকা ও টিভি চ্যানেল অনলাইন সংস্করণে প্রবেশ করেছে। বাংলাদেশের সব খবরা খবর ও আন্তর্জাতিক বিষয় মানুষ জেনে যাচ্ছে দ্রæত । কম্পিউটার , ল্যাপটাফ , ট্যাব থেকে মোবাইলে সব সংবাদ ও বিনোদন, খেলা , রাজনীতি , সংস্কৃতি ,বাণিজ্য সব জানা ও দেখাযাচ্ছে ।
প্রযুক্তি এখন হাতের মুঠো ফোনে । গুগল , ইউটিউবে সবই জানা ও দেখা যায়। বিশ্ব সংবাদ মূহুর্তেই জানা যায় অনলাইনে । অনলাইন নিউজপোর্টাল যুেগর প্রয়োজনে মানুষের চাহিদা মেটাচ্ছে । ফেইসবুক সহ বিভিন্ন ওয়েব পেজ নেটওয়ার্ক এখন জন প্রিয়। তরুন প্রজন্ম পড়ালেখা , খেলা ,ছবি সবকিছ ুঅনলাইনে দেখে ও পড়ে থাকে । তবে শিক্ষণীয় ও বাস্তবতা রয়েছে এমন বিষয় নিয়ে চর্চা বেছেনিলে ভাল ।
জীবন গঠনে সহায়কতা এড়িয়ে চলাই শ্রেয় । বিশ্বের সব লাইব্রেরির বইপত্র ও সিডি অনলাইনে দেখার সুবিধা কাজে লাগালে প্রতিষ্ঠিত হয়ে তাক লগিয়ে দেয়া সম্ভব । বেছে নিতে হবে সঠিক পথ । পথ হারালে জীবন শেষ হতে সময়লা গেনা । আশা করি বাংলাদেশের তরুন প্রজন্ম বেছে নেবে সঠিক পথ ।
দৈনিক সংবাদ , দৈনিক পূর্বকোণ , দৈনিক মুক্তকন্ঠ , বাংলাদেশ সংবাদ সংস্থায় সিনিয়র সাংবাদিক হিসেবে দীর্ঘ ৩৫ বছর পেশাদার কাজের অভিজ্ঞতা এবং বাংলাদেশ টেলিভিশনে সংবাদ প্রযোজক হিসেবে কাজ করার গভীরতা থেকে বিশ্বজুড়ে সংবাদ জগতে প্রবেশের তাগিদ অনুভব করেছি । তাইতো দূরবীণ নিয়ে পথচলার এ উদ্যোগ। । বিশ্বজুড়ে সমাজের প্রায় সব বিষয় আমরা পাঠকদের জন্য তুলে ধরার চেষ্টা করবো । তারপর ও সীমাবদ্ধতা রয়েছে আমাদের । যা কিছু সত্যি তা প্রকাশে সচেষ্ট থাকার অঙ্গিকার রইল । এক্ষেত্রে দেশ ও জাতির কল্যাণ বিবেচনায় থাকবে ।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীর দিনে “দূরবীণ ” অনলাইন নিউজ পোর্টালের জন্মদিন নির্ধারণকরতে পেরে আমরা ধন্য । এমন বিশ্বনেতার জন্মদিনে দূরবীণ প্রকাশনগন্য হলেও ঐতিহাসিক ও মাইল ফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে বলে মনে করি। এজন্য সব শ্রেণী ও পেশার মানুষের সহযোগিতা চাই । দূরবীণ সময়ের কথা বলবে ।
মোশাররফ হোসেন
সম্পাদক ও প্রকাশক

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2017 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park