দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন আরও চারজন।
শনিবার দুপুরে এক ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।
নতুন করে একজনের মৃত্যু হওয়ায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো দুইজনে। এ ছাড়া নতুন চারজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় দেশে এই ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৪ জনে। এদের মধ্যে তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।