স্টাফ রিপোর্টার: প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) বাংলাদেশ থেকে এমনিতেই চলে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এছাড়াও মানুষ বাসায় বসে চিকিৎসা পায় বলেই হাসপাতালে রোগীর সংখ্যা কম বলেও জানান তিনি।
১৫ আগস্ট, শনিবার রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) মিলনায়তনে জাতীয় শোক দিবসের আলোচনায় স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
এ সময় জাহিদ মালেক বলেন, ভ্যাকসিনের প্রয়োজন হবে কি না জানি না, করোনা এমনিতেই বাংলাদেশ থেকে চলে যাবে।
তিনি আরো বলেন, মানুষ এখন বাসায় বসেই চিকিৎসা পায় তাই তাদের হাসপাতালে আসতে হয় না, এ জন্য হাসপাতালে রোগী কম। স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, ‘আমরা আনন্দিত, দেশে করোনায় সংক্রমণ ও মৃত্যুহার কমেছে।’
প্রসঙ্গত, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩৪ জন মারা গেছেন। এ পর্যন্ত মারা গেলেন ৩৬২৫ জন। নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ২৬৪৪ জন। এপর্যন্ত শনাক্ত হলেন ২ লাখ ৭৪ হাজার ৫২৫ জন। আজ সুস্থ হয়েছে ১০১২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৫৭ হাজার ৬৩৫ জন।
১৫ আগস্ট, শনিবার দুপুরে গণমাধ্যমের কাছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এই তথ্য জানায়।