তিনি আরো বলেন তার সব কিছু বুঝতে পারি সে আমার অসহায়াতার সুজুক নিয়ে আমাকে ঠকাচ্ছে তখন জুলায়ের ৬ তারিক কলাবাগান থানায় একটি মামলা করি তখন পুলিশ তাকে জেলে পাঠায়। সে টাকার দিয়ে মামলা থেকে মাএ একমাসের মধ্যে জামিনে চলে আসে এবং প্রান নাশের হুমকি দে।
সে মামলা তুলে নেয়ার জন্য বিভিন্ন ভাবে হুমকি দে।সে বলে আমি ঢাকা কলেজের ছাত্রলীগের সহ সম্পাদক মামলা তুলে না নিলে তোকে জানে খতম করে দিবে। কি আমার টাকা নেই বলে সঠিক বিচার পাবোনা ।