দেশে চলমান নারীর প্রতি সহিংসতার ঘটনাগুলো সম্পর্কে আপনি নিশ্চয়ই অবগত। আপনি জেনে অবাক হবেন যে, বাংলাদেশে প্রতি তিনজনে একজন নারী ঘরে বাইরে নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছে। এই নারীরা আর কেউ নয়, আমার আপনার পরিবারের আপনজন, প্রতিবেশী, সহকর্মী, বন্ধু কিংবা আমি ও আপনি নিজেই। কিন্তু সেই অনুপাতে সবাই মিলে এটা নিয়ে কোনো প্রতিবাদ হচ্ছে না। কারণ, আমাদের সমাজে নারীদের শেখানো হয় চুপচাপ নীরবে সহ্য করতে। কিন্তু এভাবে আর কতদিন? আমরা চাই এই ট্যাবু ভেঙে আওয়াজ তুলুক প্রতিটি নারী। প্রতিবাদের মাধ্যমে রুখে দিক নারীর প্রতি সহিংসতা।
আর তাই, নারী নির্যাতনের প্রতিবাদে ‘Odd Dot Selfie ‘ নামে আমরা একটি উদ্যোগ নিয়েছি। যেখানে প্রতিবাদের ভাষা হিসেবে বেছে নিয়েছি নারীর সাজের চিরায়ত সঙ্গী কপালের ‘টিপ‘।
কপালের এই টিপ মাঝখানে না পরে, বাঁকাভাবে সরিয়ে দিয়ে সেলফি তুলে #OddDotSelfie লিখে ছবি শেয়ার করুন সোশ্যাল মিডিয়ায় আর আপনিও যোগ দিন এই প্রতিবাদে। পুরুষদের প্রতি অনুরোধ রইলো আপনাদের পরিবার/পরিচিত নারীদের এই উদ্যোগে অংশ নিতে সাহায্য করুন। বিজ্ঞপ্তি।