নিজস্ব প্রতিবেদক : নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত ব্যবসায়ীর নাম ইকবাল হোসেন (৩০)। তিনি সুবর্ণচর উপজেলার পূর্বচরবাটা ইউনিয়নের আকবর হোসেনের ছেলে।
আজ শনিবার সকাল পৌনে নয়টার দিকে সুবর্ণচর উপজেলার হাজীর হাট ল্যাংড়ার দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কমপক্ষে আরও ৪ জন আহত হয়েছেন।
নিহতের ভাই আজগর হোসেন জানান, তার ভাই সুবর্ণচেরর ছমিরহাট বাজারের একজন কাপড় দোকানদার। সে ঢাকা থেকে দোকানের জন্য কাপড় ক্রয় করে শনিবার সকালে সুবর্ণচর আসার পথে মাইজদী গামী একটি পিকআপ বিপরীত দিক আসা সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তার ভাইয়ের মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
সুধারাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নবীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।