“প্রশিক্ষিত জনবল ও নিরাপদ জলযান নৌ- নিরাপত্তায় রাখবে অবদান” প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীতে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে নৌ-নিরাপত্তা সপ্তাহ-২০২২ পালিত।
আজ ২৪ মে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় পটুয়াখালী নদী বন্দর টার্মিনাল ভবনের নিচতলায় নদী বন্দর কর্মকর্তা মোঃ মহিউদ্দিন খান এর সভাপতিত্বে ও নৌ-পরিবহন পরিদর্শক দিনেশ কুমার সাহার উপস্থাপনায় উল্লেখিত প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাজেদুল ইসলাম, পটুয়াখালী প্রেসক্লাবের সাধারন সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স, নৌ- পরিবহন অধিদপ্তরের (মেরিন) পরিদর্শক এম আর মোস্তফা, অভ্যন্তরিন নৌ-চলাচল সংস্থার প্রতিনিধি ইমাদুল হক গাজী। আরো বক্তব্য রাখেন কুয়াকাটা-১ লঞ্চের ড্রাইভার মোঃ ওলিউল্লাহ প্রমুখ।
সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন নৌ-রুটের সকল নিয়ম কানুন ও বিধি মেনে নৌ-যান পরিচালনা করলে দুর্ঘনার ঝুঁকি কম থাকে। নৌ- পথে বিশেষকরে পটুয়াখালী-ঢাকা ও ঢাকা- পটুয়াখালী নৌ-রুটে যাত্রীদের সেবার মান বৃদ্ধি করে নৌ- পরিবহন সেক্টরের সুনাম অর্জন করার জন্য চালকসহ সংশ্লিস্ট সকলের প্রতি আহবান জানান জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। পরে তিনি টার্মনালে নোঙ্গর করা ঢাকাগামী সুন্দরবন-৯ লঞ্চসহ অন্যান্য লঞ্চ পরিদর্শন করেন।