মোশাররফ হোসেন: পদ্মা সেতুর উপর দিয়ে রেল চলাচল শুরু হয়েছে। সাতটি বগির শীততাপ নিয়ন্ত্রিত একটি বিশেষ ট্রেন ঢাকা থেকে ছেড়ে ভাংগা গিয়েছে। এরপর সংযুক্ত রেল রাজবাড়ী দিয়ে যশোর ও খুলনা যাবে।
এ যাত্রা ছিল পরীক্ষামূলক। আগামী সেপ্টেম্বর মাসে নিয়মিত রেল চলাচল করবে বলে আজ রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিশেষ ট্রেন উদ্বোধন করবেন বলে তিনি জানান।
এ ট্রেন চলাচল শুরু হওয়ায় দক্ষিণ পশ্চিমাঞ্চলের ১৯টি জেলার মানুষ আনন্দ উৎসবে মেতে ওঠে। বিশেষ করে পদ্মার বুকে ট্রেন চলাচল বাংলাদেশের রেল যোগাযোগ বিপ্লব। আগামী ২০৩০ সালের মধ্যে বরিশাল হয়ে পায়রা সমুদ্র বন্দর, বিমান বন্দর রেল চলবে বলে রেল মন্ত্রী উল্লেখ করেন ।