নিজস্ব প্রতিবেদকঃ মিয়ানমারে সেনা অভ্যুত্থান হলেও রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। সোমবার (১ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ সব সময় গণতন্ত্র অনুসরণ ও প্রচারে বিশ্বাসী। আমরা আশা করি মিয়ানমারে গণতান্ত্রিক প্রক্রিয়া ও সাংবিধানিক কাঠামো বহাল থাকবে। বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হিসেবে আমরা মিয়ানমারে শান্তি ও স্থিতিশীলতা দেখতে চাই।
মিয়ানমারের সাথে পারস্পরিক সম্পর্ক বিকাশে সবসময়ই আমরা অবিচল থেকেছি। এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ এবং টেকসই প্রত্যাবাসন জন্য মিয়ানমারের সাথে কাজ করে যাচ্ছি। আশা করছি এ প্রক্রিয়াগুলো অব্যাহত থাকবে।
সাধারণ নির্বাচনে কথিত ভোট জালিয়াতির অভিযোগেসোমবার (১ ফেব্রুয়ারি) আন সান সুচিসহ শীর্ষ নেতাদের আটক করে মিয়ানমারের সেনাবাহিনী। পরবর্তীতে জেনারেল মিন অং হ্লাইংয়ের হাতে ক্ষমতা দিয়ে একবছরের জরুরি অবস্থা জারি করা হয়েছে দেশটিতে।