প্রথমবারের মতো কক্সবাজার গেলো পর্যটকবাহী ট্রেন পর্যটক এক্সপ্রেস। বুধবার সকাল ৬ টা ১৫ মিনিটে ঢাকা থেকে যাত্রা করা ট্রেনটি কক্সবাজার পৌঁছায় বেলা সাড়ে ৩ টায়। এবারের এই যাত্রায় ৭৮৫ জন পর্যটক গেলো কক্সবাজারে। ট্রেনে চড়ে কক্সবাজার পৌছে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন পর্যটকেরা। দেশের ইতিহাসে প্রথম বারের মতো পর্যটকদের জন্য এই বিশেষ ট্রেন। যেখানে ট্রেন ভ্রমন করে কক্সবাজারে যাওয়ার সুযোগ পাচ্ছে পর্যটকেরা। দীর্ঘ সাড়ে আট ঘন্টার ট্রেন জার্নি রোমাঞ্চকর বলছেন পর্যটকেরা। অনেকেই জানিয়েছেন প্রথম বারের মতো ট্রেনে চড়ার অভিজ্ঞতার কথা। যাত্রী লোপা জানান, এই ট্রেনে জার্নি রোমাঞ্চকর ও আনন্দদায়ক ছিলো। এখন থেকে কক্সবাজারে আসা আরো সহজ হলো। এদিকে ট্রেন জার্নি নিয়ে সন্তুষ্টির কথা জানালেই কেউ কেউ জানালেন অব্যবস্থাপনার কথা। ভবিষ্যৎতে ট্রেন সেবার মান বাড়ানোর পরামর্শও দিলেন অনেক পর্যটক। ট্রেনের অব্যবস্থাপনার বিষয়টি অস্বীকার করে কক্সবাজার রেলওয়ে স্টেশন মাস্টার গোলাম রব্বানী জানান, ট্রেনে পর্যটক সেবায় পর্যাপ্ত লোকবল দেয়া হয়েছে। পাশাপাশি টিকিট কালোবাজারি নিয়ে আশংকার কথা উড়িয়ে দিয়ে স্টেশন মাস্টার জানান, টিকিট কেনা যাবে অনলাইন এবং স্টেশনে এসে। ভাড়াও আগের ন্যায় বলছেন তিনি। এদিকে আগত পর্যটকরা যাতে কক্সবাজার ভ্রমণে এসে নির্বিঘ্নে ঘুরতে পারে এবং হয়রানির শিকার না হয় সে লক্ষে কাজ করে যাচ্ছেন বলেও জানান পর্যটন উদ্যোক্তারা। প্রতিদিন ভোর ৬ টা ১৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাবে পর্যটন এক্সপ্রেস। পৌছাবো বিকেল সাড়ে ৩ টায়। অপরদিকে রাত ৮ টায় কক্সবাজার থেকে ছেড়ে গিয়ে ট্রেনটি ঢাকায় পৌছাবো ভোর সাড়ে ৪ টায়। সপ্তাহে মঙ্গলবার ছাড়া ৬ দিন চলবে পর্যটক এক্সপ্রেস।