পশ্চিমবঙ্গে ক্ষমতা ধরে রাখতে সফল হতে যাচ্ছেন তৃণমূল নেত্রী ও বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপ্যাধায়। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির বুথ ফেরত জরিপে বলা হয়েছে রাজ্য বিধানসভার ২৯৪ আসনের মধ্যে ১৫৬টিতে জিতবে তৃণমূল। বিজেপি এবার না জিতলেও ১২১ আসন পেয়ে শক্তিশালী অবস্থানে যাবে বলেও জানিয়েছে গণমাধ্যমটি।
আরও পড়ুন:
সেনাবাহিনীর নিয়ন্ত্রণে কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করে গণপরিবহন চালুর দাবি
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় এসব খবর দিয়েছে এনডিটিভি। বলা হয়েছে, ছয়টি এক্সিট পোলের সমন্বয়ে ভবিষ্যদ্বাণী করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অর্ধেকের বেশি আসনে জিতবেন যা টানা তৃতীয়বার ক্ষমতায় বসার জন্য যথেষ্ট। পি মার্কসের বুথফেরত জরিপের ফলে দেখা গেছে, তৃণমূল পেতে পারে ১৫২ থেকে ১৭২ আসন। বিজেপি পেতে পারে ১১২ থেকে ১৩২ আসন। জোটে পেতে পারে ১০ থেকে ২০ আসন। সিএনএন নিউজ ১৮-এর প্রকাশিত জরিপে দেখা গেছে, রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল, দলটি পেতে পারে ১৬২ আসন। বিজেপি পেতে পারে ১১৫ আসন।