দূরবীন ডেস্ক : পাবনা-৪ আসনের উপ-নির্বাচনে বেসরকারি ফলে জয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী নুরুজ্জামান বিশ্বাস। তিনি পেয়েছেন ২ লাখ ৩৯ হাজার ৯২৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ৫ হাজার ৫৭৬ ভোট।
উপনির্বাচনের ভোটগ্রহণ চলে শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। ভোটকেন্দ্রগুলোতে সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে, বেলা ১২টার দিকে অনিয়মের অভিযোগ তুলে ভোট বাতিলের দাবি করেন বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিব।
আসনটিতে মোট ভোটার ৩ লাখ ৮১ হাজার ১১২ জন। এই আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য শামসুর রহমান শরীফ ডিলু মৃত্যুতে আসনটি শূন্য হয়।