স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগের এলিমিনেটর রাউন্ডে পেশোয়ার জালমির বিপক্ষে লড়বে তামিম ইকবালের লাহোর কালান্দার্স। করাচিতে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টায় শুরু হবে ম্যাচ।
প্লে-অফের এই ম্যাচ হারলেই নিতে হবে বিদায়। একটাই ম্যাচ খেলেই দেশে ফিরতে চান না টাইগার ওপেনার তামিম ইকবাল। জয় পেতে মরিয়া লাহোর কালান্দার্সের বাকিরাও।
পেশোয়ারের বিপক্ষে ক্রিস লিন, ফখর জামান, মোহাম্মাদ হাফিজের মতো তারকারা। করাচিতে কোয়ারিন্টিন শেষে এর আগে একটা প্রস্তুতি ম্যাচ খেলেছে টিম কালান্দার্স। মুলতান সুলতান্সের কাছে হারের ওই ম্যাচে ৩৮ বলে ৩৭ রান করেন তামিম।