ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি-টোয়েন্টি মানেই চার-ছক্কার ফুলঝুরি। সারা বিশ্ব বছরের পর বছর এটাই দেখে আসছে। কিন্তু মিরপুর শেরে বাংলায় ম্যাচ থাকলেই যেন সবকিছু উল্টো হয়ে যায়। কারণ এই মাঠের উইকেট হলো ব্যাটসম্যানদের বধ্যভূমি। যার সর্বশেষ প্রমাণ মিলেছে গতকাল। নিউজিল্যান্ডের ৬০ রানে অল-আউট হওয়া আর সেই রান তাড়া করতে বাংলাদেশের ১৫ ওভার লাগায় তীব্র সমালোচনা শুরু হয়েছে।
চারিদক থেকে ভেসে আসা সমালোচনা নজরে এসেছে বিসিবির। আজ বৃহস্পতিবার পিচ নিয়ে এক প্রশ্নের জবাবে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘আমরা অনুরোধ করেছি আরও ভালো উইকেট রাখার। উইকেট আরও ভালো করার আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। আমরা বলেছি- উইকেট আরও একটু ভালো করা গেলে প্রস্তুতি আরও ভালো হবে। আরেকটা ব্যাপার হলো- এখনকার আবহাওয়ার কারণে উইকেট শুকানো যাচ্ছে না। উইকেটে কভার দিয়ে রেখেছি। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে।’
সিরিজের প্রথম টি-টোয়েন্টি শেষে দেশ-বিদেশের ক্রিকেট বিশ্লেষকেরা বলছেন, এই পিচে আর যাই হোক বিশ্বকাপ প্রস্তুতি হবে না। কারণ সংযুক্ত আরব আমিরাতে থাকবে স্পোর্টিং উইকেট। তাই মিরপুরে খেলে বিশ্বকাপে গেলে বাংলাদেশ দল বিপদেই পড়বে। কারণ এই উইকেটে ব্যাটসম্যানদের প্রস্তুতিও ঠিকঠাক হবে না। ম্যাচ শেষে সাকিব আল হাসানও বলেছেন, পিচের অবস্থা ভয়ংকর। আকরামও স্বীকার করেছেন, ‘জানুয়ারি-ফেব্রুয়ারিতে যেমন উইকেট পাই, এই সময়ে তেমনটা পাই না। এখন ভালো উইকেট আশা করা কঠিন।’