নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পুলিশ বাহিনীর সকল সদস্য ও পরিবারের সদস্যদের জন্য অভ্যন্তরীণ রুটের ভাড়ার ওপর ১০% মূল্যছাড় ঘোষণা করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। ১০ সেপ্টেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অব্যাহত থাকবে এই মূল্যছাড়।
বিষয়টি নিশ্চিত করেছেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম।
তিনি জানান, পুলিশ বাহিনীর সদস্যরা বিভাগীয় পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে ইউএস-বাংলা এয়ারলাইন্সের নিজস্ব সেলস কাউন্টার থেকে পরিবারের চারজনের (স্বামী/স্ত্রী ও ছেলে-মেয়ে) জন্য টিকিট সংগ্রহ করতে পারবেন। টিকিট সংক্রান্ত অন্যান্য সকল পলিসি অপরিবর্তিত থাকবে।
এ-সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ইউএস-বাংলা এয়ারলাইন্সের সেলস কাউন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে বেসরকারি বিমান সংস্থাটি।