এটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন বলেছেন, বিচার বিভাগের উপর আঘাত হানার প্রচেষ্টা হিসেবেই প্রধান বিচারপতির বাসভবনে হামলা করা হয়েছে।
তিনি আজ তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ‘এধরনের ঘটনার সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে যাতে ভবিষ্যতে কেউ এধরণের ঘৃণ্য অপরাধ করার সাহস না পায়।’
গতকালের হামলায় একজন পুলিশ সদস্যের মৃত্যুতে তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে এটর্নি জেনারেল বলেন, ‘পুলিশ সদস্যের ওপর গতকালের বর্বর আক্রমণ দেখে মনে হচ্ছিল যে, ইসরায়েলিদের যে বর্বর আক্রমণ ও একাত্তরের যে বর্বর আক্রমণ তাই যেন দেখছি।’
গতকাল বিএনপি-জামায়াতের সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় রাজধানী ঢাকায় এক পুলিশ সদস্য নির্মম হত্যার শিকার হয়।