প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ে গুজবে আতঙ্কিত না হয়ে মোকাবিলায় সতর্ক থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পবিহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ শনিবার বিভিন্ন সংগঠনের মধ্যে করোনাভাইরাস প্রতিরোধী উপকরণ বিতরণের সময় সাংবাদিকদের একথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘আতঙ্কিত হয়ে সমস্যার সমাধান হবে না এবং গুজবে কান দিলে চলবে না। স্বাস্থ্যবিধি সতর্কভাবে মেনে চলতে হবে। এই মুহূর্তে আমাদের সবার কাজ স্বাস্থ্যবিধি সতর্কভাবে মেনে চলা।’
তিনি বলেন, ‘করোনা আমাদের ভয়ংকর এক শত্রু। তবে এমন শত্রু নয় যে, যাকে পরাজিত করা যাবে না। আমরা করোনার চেয়ে শক্তিশালী। কাজেই ভয়কে জয় করতে হবে। এই পরিস্থিতির মোকাবিলা করতে হবে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আতঙ্কের মধ্যে সকালবেলা ধানমন্ডির নির্বাচনে ভোট দিতে এসেছেন। আমরা আমাদের কর্মসূচি সীমিত করেছি।
‘কিন্তু জীবনের সব কিছু তো থেমে থাকবে না। জীবন থাকবে, কর্ম থাকবে, মানুষের বেঁচে থাকতে হবে, বেঁচে থাকার জন্য যা যা করণীয়, তা তা করতে হবে।’
করোনা প্রতিরোধেও আমাদের ডাক্তাররা দায়িত্ব যথাযথভাবে পালন করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
এই পরিস্থিতিতে সিটি নির্বাচন বা অন্যান্য নির্বাচন পেছানোর সুযোগ আছে কি না-এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘এটা নির্বাচন কমিশন ঠিক করবে।’