কোস্ট গার্ডের পাগলা স্টেশন নারায়ণগঞ্জের ফতুল্লা লঞ্চঘাট এলাকায় বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে ৪০ মণ জাটকা ও একটি স্পিড বোটসহ তিনজনকে আটক করেছে।
আটককৃতরা হলেন উজ্জল মিয়া (৩৩), আজমান শিকদার (৩৫) এবং শাহিন শিকদার (৩০)।
আরও পড়ুন:
কোস্টগার্ড সদর দপ্তর জানায়, আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। জব্দকৃত স্পিড বোট নির্বাহী ম্যাজিস্ট্রট কর্তৃক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোস্ট গার্ডের হেফাজতে রাখার জন্য বলা হয়। জব্দকৃত জাটকাগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।