ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ পুনঃনির্বাচিত হওয়ায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।
রাষ্ট্রপতি আজ বিকেলে এক বিবৃতিতে বলেন, ‘আপনার এই পুনঃনির্বাচিত হওয়া- আপনার নেতৃত্ব, সকল-অন্তর্ভুক্তিমূলক প্রকল্প ও ফ্রান্সের মানুষের উন্নত ভবিষ্যতের প্রতিশ্রুতির প্রতি ফরাসি জনগণের বিশ্বাস ও আস্থার প্রমাণ।’
রাষ্ট্রপ্রধান বলেন, বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে- যা গণতন্ত্র, সাম্য ও ভ্রাতৃত্ববোধের অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে প্রতিষ্ঠিত।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ফরাসি জনগণের নৈতিক ও ত্রাণ সহায়তার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করে রাষ্ট্রপতি হামিদ বলেন, ‘আমাদের স্বাধীনতার পর থেকেই এই সম্পর্ক বছরের পর বছর আরো সুদৃঢ় হয়েছে এবং অর্থবহ সহযোগিতার অনেক ক্ষেত্রে বিস্তৃত হয়েছে।’
‘আপনার আসন্ন মেয়াদেও আমাদের মধ্যকার এই চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক অব্যহত থাকবে’ আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।
চলতি সপ্তাহে ইমানুয়েল ম্যাক্রোঁ ৫৭.৪ শতাংশ ভোট পেয়ে কট্টর ডানপন্থী নেতা মেরি লে পেনকে পরাজিত করে দ্বিতীয় মেয়াদের জন্য ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন।