মোশাররফ হোসেন: পাগলা হাওয়ায় দোলে ,,বন্ধু এসেছে বহুদিন পরে,,।আজ পহেলা ফাগুন । বিশ্ব ভালোবাসা দিবস । ওহে গৃহবাসি,, খোল দার খোল ,লাগল যে দোল,,।কিংবা আজি বসন্ত জাগরতো দারে,,।
তরুণ প্রজন্ম দলে দলে বসন্ত উৎসবে মেতে উঠেছে । ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের বকুলতলা সহ শাহবাগ, টিএসসি চত্বরে আনন্দ উৎসবে মেতেছে । ভালবাসার উপহার তাজা ফুলের মালা। বেলি বকুল, শিউলি, গাদা, রজনী গন্ধা, গোলাপ সহ রকমারি ফুলের সাজ নিয়ে ভালবাসার পিরিয় মানুষকে নিয়ে দিনভর বেরিয়েছে।
বিশ্ব ভালোবাসা দিবসে লাল, হলুদ পোশাক ও সাজসজ্জা আজ বিশ্বজুড়ে ।কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপের অধিকাংশ দেশে, এশিয়া, আফ্রিকা, অসটেরেলিযা, নিউজিল্যান্ডের তরুণ প্রজন্ম দলে দলে আনন্দ উৎসবে মেতে উঠেছে । মিষ্টি, ঝাল খাবার, কফি, পানীয় সহ রকমারি খাবার খেয়ে রাতে বাড়ি ফিরে আসে ।