মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শন ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সাম্প্রতিক মন্তব্যের প্রতিবাদে খেপেছে মুসলিম বিশ্ব। এ বিষয় ফ্রান্সকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানানোর পাশাপাশি দেশটির পণ্য বর্জনের ঘোষণা দিয়েছেন অনেকেই। এরই ধারাবাহিকতায় ফরাসি পণ্য বর্জনের ঘোষণা দিয়েছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী নুসরাত ফারিয়া মাজহার।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এ সংক্রান্ত একটি পোস্টে নুসরাত ফারিয়া জানান, তিনি তার ফরাসি ব্যান্ডের কার্টিয়ে ঘড়িটি ফেলে দিয়েছেন। এরপর হ্যাশট্যাগে ফরাসি পণ্য বর্জনের ডাক দেন তিনি।
শনিবার বাংলাদেশের গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নুসরাত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমি আর কোনো দিন ফরাসি পণ্য ব্যবহার করবো না।