ফ্লোরিডা ও বাহামার মধ্য দিয়ে যাওয়ার সময় ২০ যাত্রীসহ একটি নৌকা নিখোঁজ হয়েছে। শনিবার মার্কিন কোস্টগার্ড এমন তথ্য জানিয়েছে।
তিনদিনের ব্যর্থ অনুসন্ধানের পর অভিযান স্থগিত করে দেয়া হয়েছে।
সোমবার বিমিনি দ্বীপ ছেড়ে রওনা দেয় নৌকাটি। ৮০ মাইল দূরে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের লেক ওর্থে যাওয়ার কথা ছিল সেটির।
এক বিবৃতিতে বলা হয়, নৌকাটি বন্দরে পৌঁছেনি বলে মঙ্গলবার কোস্টগার্ড সতর্ক হয়ে ওঠে।
কোস্টগার্ড বলছে, পরবর্তী তিনদিন দুদেশ যৌথভাবে ১৭ হাজার বর্গমাইল জুড়ে আকাশ ও সামুদ্রিক অভিযান চালাবে। কিন্তু শুক্রবারই অভিযান স্থগিত করে দেয়া হয়েছে।
নিখোঁজদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা রয়েছে বলে মন্তব্য করেন ক্যাপ্টেন স্টিফেন বুরডিয়ান।