বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশর্তবার্ষিকী উপলক্ষে তাকে নিয়ে গাইলেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। গানের শিরোনাম ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি’। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির কথাও লিখেছেন তিনি। গানটিতে সুর ও সংগীত করেছেন মান্নান মোহাম্মদ।
মুজিববর্ষ উপলক্ষে গতকাল সোমবার রাতে গানটি প্রকাশ হয়েছে এটিএন বাংলা প্রোগ্রাম নামের ইউটিউব চ্যানেলে।
এর আগে ২০১৭ সালে কোরবানির ঈদে প্রথম গান নিয়ে দর্শক-শ্রোতাদের সামনে আসেন ড. মাহফুজুর রহমান। এরপর থেকেই নিয়মিত তাকে পাওয়া যায় গান-বাজনায়। তার গান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোও চলে আলোচনা-সমালোচনা।