আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদের একটি তল্লাশি চৌকিতে বন্দুকধারীরা হামলা চালিয়েছে। এতে দুই তালেবান যোদ্ধা ও একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। বুধবার (২২ সেপ্টেম্বর) নিরাপত্তা সূত্র এবং প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি।
প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক বছর ধরেই নানগারহার প্রদেশটি জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের আফগান শাখার প্রধান ঘাঁটি। এর আগেও জালালাবাদে এমন হামলার ঘটনা ঘটেছে।
নিরাপত্তা সূত্র এবং প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, অজ্ঞাত বন্দুকধারীরা রিকশাযোগে জালালাবাদের গাওচাক জেলার একটি তল্লাশি চৌকিতে আসে। এর পরই তারা সেখানে গুলি চালায়। এতে দুই নিরাপত্তা রক্ষী এবং একজন বেসামরিক পথচারী নিহত হয়েছেন।
তথ্যটি নিশ্চিত করে তালেবানের এক কর্মকর্তা বলেন, হামলায় নিহতরা সবাই বেসামরিক নাগরিক।
বার্তা সংস্থা এপি জানিয়েছে, হামলায় নিহতের সংখ্যা ৫ জন। এর মধ্যে দুই জন তালেবান যোদ্ধা এবং তিনজন বেসামরিক নাগরিক। প্রত্যক্ষদর্শী বলছে, জালালাবাদে একটি গ্যাস স্টেশনে তালেবানের গাড়ি লক্ষ্য করে হামলা চালায় বন্দুকধারী। এতে দুই তালেবান যোদ্ধা ও একজন পথচারী নিহত হয়েছেন। একজন শিশুও নিহত হন।
আরও একটি হামলায় এক শিশু নিহত ও দুই তালেবান যোদ্ধা আহত হয়েছেন।