বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী
প্রকাশিত :
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২০
346 বার পঠিত
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলে শিশুদের লেখাপড়ার ক্ষতির পাশাপাশি ঝরেপড়া, বাল্যবিয়ে, শিশুশ্রমের ঝুঁকি বৃদ্ধি পায়। যার কারনে বর্তমান সরকার করোকালীন পরিস্থিতিতে অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত রেখেছেন।
তবে শিক্ষা কার্যক্রমে যাতে দরিদ্র শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য খুলনা জেলা প্রশাসন যে মহৎ উদ্যোগ নিয়েছেন তাকে সাধুবাদ জানান। তিনি আজ দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে করোনা কালীন পরিস্থিতিতে অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার জন্য দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়তা সামগ্রী হিসেবে মোবাইল ফোন বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো.আকরাম-আল-হোসেন, বিভাগীয় কমিশনার ড.মু: আনোয়ার হোসেন হাওলাদার, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো.তাজুল ইসলাম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মহাপরিচালক সোহেল আহমেদ, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা প্রমূখ।