করোনাভাইরাস নিয়ে উদ্ভুত পরিস্থিতির কারণে দেশের আর সব সিনেমা হলের মতো আপাতত বন্ধ রয়েছে মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্স। গেল ২০ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখায় সিনেমা প্রদর্শন বন্ধ ছিলো।
কখন খুলবে হল ও সিনেপ্লেক্স এই নিয়ে যখন চারদিকে মিটিং-মিছিল ও অপেক্ষা তখন জানা গেল মন খারাপের এক খবর।
বসুন্ধরা সিটি শপিং মলে আর কখনোই খুলবে না স্টার সিনেপ্লেক্স। এখানে বন্ধ হয়ে যাচ্ছে ঢাকাবাসীদের বিনোদনের জনপ্রিয় এই মাধ্যমটি। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।