দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ২৩ রানে হারিয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ সমতায় ফেরাল জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ের ওপেনার ওয়েসলে মাধভেরে ছাড়া বাকিরা খেলতে পারেননি বড় ইনিংস। মিডল অর্ডারে ডিওন মায়ার্সের ২৬ রানের ইনিংসের পর রায়ান বার্লের অপরাজিত ৩৪ রান। তার আগে ৭৩ রান করেন মাধভেরে। তবে টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৬৬ রানে থেমেছে স্বাগতিকরা।
বাংলাদেশের পক্ষে ৩ উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম। এছাড়া ১টি করে উইকেট নিয়েছেন শেখ মেহেদী হাসান ও সাকিব আল হাসান।
১৬৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৯.৫ ওভারে সব উইকেট হারিয়ে ১৪৫ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস।
বাংলাদেশ: নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান(উইকেট-রক্ষক), শামীম হোসেন, মাহেদী হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম
জিম্বাবুয়ে: ওয়েসলে মাধভেরে, তাদিওয়ানাশে মারুমণি, রেজিস চাকভা (উইকেট-রক্ষক), ডিন মায়ার্স, সিকান্দার রাজা (অধিনায়ক), মিল্টন শুম্বা, রায়ান বার্ল, লুক জংওয়ে, ওয়েলিংটন মাসাকাদজা, টেন্ডাই চাতারা ও ব্লেসিং মুজারবানি।