কানাডা প্রবাসী বাংলাদেশীদের দেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। কানাডার টরন্টোতে আওয়ামী লীগের নিজস্ব কার্যালয় অন্টারিও আওয়ামী লীগ আয়োজিত এক সংবর্ধনা ও ইফতার পার্টিতে তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, গত ১২ বছরে বিভিন্ন ক্ষেত্রে দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে এবং দেশের চিত্র বদলে গেছে । তিনি সব প্রবাসীদের দেশের এই উন্নয়নের চিত্র দেখতে বাংলাদেশ ঘুরে আসার আহ্বান জানান ।একই সাথে বৈধ পথে দেশে পাঠানো এবং বিভিন্ন ক্ষেত্রে দেশে বিনিয়োগেরও আহবান জানান সাবেক এ প্রতিমন্ত্রী। কানাডা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সীবেক প্রতিমন্ত্রী দাহাঙ্গীর কবির নানক। মুজাহিদুল ইসলামের উপস্থাপনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার ড. খলিলুর রহমান । আরো বক্তব্য রাখেন অন্টারিও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিলু, আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম। মঞ্চে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নেতা আব্দুল মুহিত, জসিম চৌধুরী , ফাইজুল ইসলাম, আলী আকবর ।আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা -কর্মী,মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর আদর্শের অনুসারীরা উপস্থিত ছিলেন এ অনুষ্ঠানে। জাহাঙ্গীর কবির নানক অভিযোগ করেন , ১২ বছরে দেশে ব্যাপক উন্নয়নের পরও বিভিন্ন ক্ষেত্রে সরকারকে এবং আওয়ামী লীগকে বিভিন্ন ষড়যন্ত্র মোকাবেলা করতে হচ্ছে এবং একটি গোষ্ঠী সরকারের বিরোধিতা করে আসছে।
বিএনপি এবং লন্ডনে থাকা বিএনপি শীর্ষ নেতা তারেক রহমানের সমালোচনা করে তিনি আশা করেন আগামীতেও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবারও নির্বাচিত করতে আগামী নির্বাচনের সময় প্রবাসীদের দেশে গিয়ে আমীলীগের পক্ষে ভোট দেয়ার আহ্বান জানান আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য জাহাঙ্গীর কবিব নানক।