সিরিজের শেষ টি-টোয়েন্টির শেষ ম্যাচে রোমাঞ্চকর এক ম্যাচে জয় পায় পাকিস্তান। মাহমুদউল্লাহর করা শেষ ওভারে তিন উইকেট নিয়েও বাংলাদেশকে জেতাতে পারেননি। অস্ট্রেলিয়াকে ৪-১ এবং নিউজিল্যান্ডকে ৩-২ ব্যবধানে সিরিজ জেতার পর আজ নিজেরাই পাকিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে হেরে গিয়েছে বাংলাদেশ। আর এমন পিচকে দুষলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি।
টি-টোয়েন্টি ম্যাচ হলেও রান করতে বেগ পেতে হয়েছে দুই দলের তিন ম্যাচেই। প্রথম ম্যাচে ১২৭ তাড়া করতে নেমে পাকিস্তানকে শেষ ওভার পর্যন্ত খেলতে হয়েছিল। আর আজ শেষ ম্যাচে তো ১২৪ তাড়া করতে নেমে শেষ বল পর্যন্ত অনিশ্চয়তায় ছিল সফরকারীরা। এমন টান টান উত্তেজনা সৃষ্টি করার পেছনে উইকেটই মূল ভূমিকা রেখেছে। মিরপুরের উইকেটে শুরু থেকেই শট খেলা বেশ কঠিন বলে সবাই থিতু হতে সময় নিয়েছেন।
আর বাংলাদেশের এমন পিচ নিয়ে ম্যাচ শেষে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি এ সিরিজ নিয়ে তাঁর চিন্তা জানাতে দুটি টুইট করেন। প্রথম টুইটে সিরিজ জেতায় পাকিস্তান দলকে অভিনন্দন জানিয়েছেন সাবেক অধিনায়ক।
আফ্রিদি টুইটে লেখেন, ‘অভিনন্দন পাকিস্তান!! শেষ দিকে অবশ্য একটু বেশিই কাছাকাছি চলে গিয়েছিল। দলকে টানা জিততে দেখে ভালো লাগছে। জয়ের ছন্দ ধরে রাখা একটা দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’
এর পরের টুইটে বাংলাদেশকে খোঁচা দিয়েছেন আফ্রিদি। ঘরের মাঠের উইকেট ব্যবহার করে এভাবে সিরিজ জেতার চেষ্টা করলে দলের ভবিষ্যৎ যে নষ্ট করা হচ্ছে, সেটা মনে করিয়ে দিয়েছেন তিনি। তিনি আরও বলেছেন বাংলাদেশের এবার একটু গভীরভাবে ভাবা উচিত। তারা কি এমন উইকেট ব্যবহার করে জয় পেয়ে আর প্রতিপক্ষের মাঠে আর বিশ্বকাপে গড়পড়তা পারফরম্যান্স করেই সন্তুষ্ট থাকতে চায়? ওদের অনেক প্রতিভা আছে এবং খেলাটার প্রতি আবেগ আছে। কিন্তু খেলায় উন্নতি করতে চাইলে খুব দ্রুত ওদের ভালো উইকেট বানানো দরকার।