1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
July 7, 2025, 11:42 pm

বাংলাদেশের বিপক্ষে শতক হাঁকিয়েছেন কনওয়ে

  • প্রকাশিত : শনিবার, জানুয়ারি ১, ২০২২
  • 216 বার পঠিত

শনিবার (১ জানুয়ারি) বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের বিপক্ষে শতক হাঁকিয়েছেন নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে। তিন অঙ্কের ঘরে পৌঁছার পর সন্তুষ্টি ঝরে পড়েছে তার কণ্ঠ থেকে।

দিন শেষে কনওয়ে বলেন, এই টেস্টের আগে আমি খুব সম্ভবত চার থেকে পাঁচটা কঠোর অনুশীলনের সেশন কাটিয়েছি। অসন্তুষ্টি লাগছে এই জায়গায় যে, আরও কিছুক্ষণ অনুশীলনে সময় কাটাতে পারিনি। তবে অনুশীলনে নিজেকে ঠিক মতো ঝালিয়ে নেওয়ার চেষ্টা করেছি। ব্যক্তিগতভাবে আমি বোলারদের ওপর আরও প্রেসার দিতে চেয়েছিলাম। তবুও বলতে হয়, এই দিনটা আমার জন্য দারুণ কিছু।

বাংলাদেশের বিপক্ষে কনওয়ে করেছেন ১২২ রান। ১৩৫ বলে তার ইনিংসে ছিল ১৬টি চার ও একটি ছয়ের মার। শকত ছাড়িয়ে তিনি যখন বাংলাদেশের জন্য ভয়ঙ্কর হয়ে উঠছিলেন তখনই কনওয়েকে ফেরান টাইগার দলপতি মুমিনুল হক। টেস্টে পার্ট টাইমার বোলিং করলেও নিউজিল্যান্ডের বিপক্ষে নিজের তৃতীয় ওভারেই কনওয়েকে তুলে নেন তিনি।

কনওয়ের এটি টেস্টে দ্বিতীয় শতক। প্রথম শতকটি এসেছিল অভিষেক ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে। ইংল্যান্ডের বিপক্ষে ২০২১ সালে ২৯ বছর বয়সে টেস্টে অভিষেক হয় কনওয়ের। এখন পর্যন্ত ৩ টেস্ট খেলে কনওয়ের ঝুলিতে আছে দুটি শতক এবং দুটি অর্ধশতক।

মাউন্ট মঙ্গানুইয়ে কিউইদের বিপক্ষে এর আগে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন মুমিনুল। সাত ব্যাটসম্যানের সঙ্গে তিন পেসার ও একমাত্র স্পিনার নিয়ে সাজানো হয়েছে বাংলাদেশের একাদশ।

প্রথম টেস্টের প্রথম সেশনেই দারুণ বোলিং করতে থাকে বাংলাদেশের পেসারার। কিউইদের নিজের খেলাটা খেলতে দিচ্ছিল না বাংলাদেশের তিন পেসার তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও ইবাদত হোসেন। তিন পেসারের বলে গতি না থাকলেও লাইন এবং লেন্থ ছিল দুর্দান্ত। যার সুবাদে প্রথম সেশনের চতুর্থ ওভারে কিউই অধিনায়ক টম লাথামকে তুলে নেন পেসার শরিফুল ইসলাম। শরিফুল নেন রস টেলরের উইকেটও। উইল ইয়াং হন রানআউটের শিকার। টম ব্লান্ডেলকে আউট বরেন এবাদত হোসেন। প্রথম ইনিংসের প্রথম দিন শেষে ৫ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের স্কোর বোর্ডে রান এখন ২৫৮।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park