মো: মোশাররফ হোসেন : যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত রাষ্ট্রপতি জো বাইডেন তার চীফ অফ স্টাফ হিসেবে নিয়োগ করেছেন হারভার্ড বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করা জন ক্লেইনকে ।গত বুধবার সকালে তিনি এ ঘোষনা দেন । ২০০৯ থেকে ২০১১ সালে বাইডেন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতি থাকাকালীন সময়ে তার সাথে কাজ করেছেন ক্লেইন ।
তবে সাবেক উপরাষ্টপতি আলগোরের সঙ্গেও কাজ করেছেন ক্যাপিটাল হিলে । প্রশাসনিক ও বিচারবিভাগীয় বিশেষজ্ঞ হিসেবে তার এ নিয়োগ কাঙ্খিত ছিল । ইন্ডিয়ানা পোলিসে ১৯৬১ সালে তার জন্ম ।এটর্নী হিসেবে তার খ্যাতি রয়েছে । ইতিমধ্যে বাইডেন কোভিড ১৯ মহামারি থেকে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের মানুষ বাঁচানোর জন্য টাস্ক ফোর্স গঠন করেছেন ।
ওবামার সময় স্বাস্থ্যবিষয়ক প্রধান ভিভেক মুর্তিকে বাইডেন টাস্ক ফোর্সের কো চেয়ারম্যান নিয়োগ করেছেন । তিনি ইবোলা মহামারির সময় জনস্বাস্থ্যবিষয়ক প্রধান হিসেবে কাজ করেন । অঙ্গিকার অনুযায়ী তিন ভাগের একভাগ নারীকে মন্ত্রীসভা ও রাষ্ট্রপতির সচিবালয়ে দায়িত্ব দেয়ার কথা রয়েছে ।
তবে ডেমোক্রেটিক পার্টির সূত্র ও বিভিন্ন মিডিয়া গবেষণা মতে মন্ত্রীসভা ও রাষ্ট্রপতির সচিবালয়ে সম্ভাব্য নিয়োগে উল্লেখযোগ্য কয়েকজনের নাম জানা গেছে ।এরা হলেন : সাবেক এটর্নী জেনারেল এরিক হোল্ডার, নিউইয়র্কের সাবেক মেয়র (মেসাচুসেটস) ও ব্যবসায়ি মাইক ব্লুমবার্গ ,সিনেটর এলিজাবেথ ওয়ারেন (মেসাচুসেটস), এরিক সোয়ালওয়েল(প্রতিনিধি , ক্যালিফোনিয়া) ,সিনেটর এমি কুলুবুচার (মিনেসোটা), কর্পোরেট আইনজীবী এ্যন্ড্রু ইয়াং, টিম রায়ান( প্রতিনিধি,ওহাইও),ক্রিস কূনস(সিনেটর,ডেলাওয়ারে) ,জায়ে ইনস লী(সাবেক গভর্ণর ,ওয়াশিংটন ডিসি )।
এ ছাড়া পেনসিলভানিয়া , জর্জিয়া,মিশিগান,উইসকনসিন,নেভাদা ,আরিজোনা থেকেও কয়েকজন থাকতে পারেন ।