অধিকৃত কাশ্মীরের শ্রীনগরে বাসে বিদ্রোহীদের দুটি হামলায় দুই পুলিশ সদস্য নিহত ও আরও ১২ জন আহত হয়েছেন।
সোমবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় শহরটির উপকণ্ঠে জিওয়ার ক্যাম্পে এই হামলার ঘটনা ঘটেছে।
নিহতদের মধ্যে একজন পুলিশের সহকারী উপ-পরিদর্শক ও অন্যজন একজন কনস্টেবল। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
এনডিটিভির খবর বলছে, অতি সুরক্ষিত এলাকায় বাসের ওপর ব্যাপক গুলি চালিয়েছে সন্ত্রাসীরা। সেখানে নিরাপত্তা বাহিনীর বিভিন্ন ক্যাম্প রয়েছে।
এদিকে শহরটিতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে দুই বিদ্রোহী নিহত হয়েছেন। দেশটির পুলিশ বলছে, র্যাংগারেথ এলাকায় এই গোলাগুলি হয়েছে।
এক টুইটবার্তায় কাশ্মীরের পুলিশ বলছে, দুই অজ্ঞাত বিদ্রোহী নিহত হয়েছেন। তদন্ত অব্যাহত রয়েছে।
এর কয়েকদিন আগে কাশ্মীরের বান্দিপোরা জেলায় এক দল পুলিশের ওপর সন্ত্রাসীরা গুলি করলে দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।