লা লিগায় অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ফাস্ট হাফের শেষ মূহুর্তে লিড নেয় রিয়াল মাদ্রিদ। বিলবাওয়ের জালে বল জড়ান জার্মান মিডফিল্ডার টনি ক্রুস। দ্বিতীয়ার্ধের শুরুতেই কাপার গোলে ম্যাচে ফেরে সমতা।
৭৪ মিনিটে কারিম বেনজামার গোলে ফের লিড পায় রিয়াল। লাস্ট মোমেন্টে বেনজামা করেছেন আরও এক গোল।ইপিএলে উলভারহ্যাম্পটনের মাঠে শুরু থেকেই দাপট দেখায় ইংলিশ জায়ান্ট চেলসি। প্রথমার্ধে কোন গোল না হলেও সেকেন্ড হাফের শুরুতেই লিড পায় ব্লুরা।
লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ল্যাম্পার্ডের ছেলেরা। দানিয়েল পোদেন্স সমতা ফেরান ম্যাচে। একেবারে শেষ সময়ে জয় নিশ্চিত হয়েছে উলভসের। যোগ করা সময়ের শেষ মিনিটে জয়সূচক গোলটি করেন পেদ্রো নেতা।